বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) গ্রেফতারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। কোটি কোটি টাকার মালিক কুন্তল যে শুধুমাত্রই যুব তৃণমূল নেতার পদেই ছিলেন তেমনটা নয়। টলিউডের (Tollywood) সঙ্গে নিবিড় যোগ ছিল নেতার। অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে খাস সম্পর্ক।
ইডি সূত্রে খবর, ছবি বানাতে গোটা একটা প্রোডাকশন হাউসও খুলে ফেলেছিলেন কুন্তল ঘোষ। সেই সূত্র ধরেই তদন্তকারীদের নজরে এবার কুন্তলের প্রোডাকশন হাউস। ইডির (Enforcement Directorate) স্ক্যানারে মিউজিক ভিডিও তে কাজ করা টলি অভিনেতারা (Tollywood Actor-Actress)। ইডির দাবি দুর্নীতির কালো টাকাই এই প্রোডাকশন হাউসে বিনিয়োগ করা হয়েছিল।
ধৃত কুন্তলের প্রোডাকশন হাউসে কাজ করা অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কে তথ্য চায় ইডি। কাজের বিনিময়ে কত টাকা পেতেন তারা? টাকার পাশাপাশি কোনো দামী উপহার দেওয়া হত কী? এইসব বিষয় এবার ইডি জানতে চায়। কুন্তল ঘোষের প্রোডাকশন হাউসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার, সৌরভ দাস, এনা সাহার মতো তারকাদের।
নিয়োগ দুর্নীতির টাকা খাটিয়েই এই শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও বানানো হত কিনা তা জানতে এবার তারকাদের তলব করতে চলেছে ইডি। এর আগে নিয়োগ কেলেঙ্কারিতে টলি অভিনেতা বনি সেনগুপ্তকে দু-দফায় জেরা করেছে ইডি। টলিপাড়ায় জাল বিস্তার তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের। একের পর এক এমন তথ্যই উঠে আসছে ইডির হাতে।
ইডি সূত্রে খবর, কুন্তল বিভিন্ন প্রোডাকশন হাউসকে সামনে রেখে দুর্নীতির মামলায় কালো টাকা সাদা করতেন। কুন্তল ঘোষ নবকথা ইনিশিয়েটিভস নামে একটি প্রোডাকশন হাউস খোলেন। সেই প্রোডাকশন হাউসের ব্যানারে ইভেন্ট, বেশ কিছু শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা চলচ্চিত্র উৎসবেও কুন্তলের প্রযোজনায় তৈরি একটি ছবি প্রদর্শিত হয়েছিল।