নিয়োগ দুর্নীতিতে শোরগোল! এবার সেই ব্যক্তিকে গ্রেফতার করে ফেলল ED, চরম বিপদে পার্থ

বাংলা হান্ট ডেস্কঃ গত নভেম্বর মাসে চাকরি বিক্রির অন্যতম দালাল প্রসন্ন রায়কে (Prasanna roy) জামিন দেয় সর্বোচ্চ আদালত। আর তিন মাস যেতে না যেতেই এসএসসি দুর্নীতি মামলায় ফের গ্রেফতার ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। সূত্রের খবর, সোমবার দিনভর তাকে জেরা করে ইডি (ED)। এরপরই রাতে গ্রেফতার। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই।

ইডি সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে প্রসন্নর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। প্রসন্নকে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিতে বলা হয়েছিল। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন ইডি দফতরে যাবেন না বলে সাফ জানিয়ে দেন।

এরপর সোমবার ফের তাকে জিজ্ঞাবাদের জন্য তলব করে ইডি। জানা গিয়েছে তাকে দিনভর জেরা করা হয়। কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় এসএসসি দুর্নীতি মামলায়l এবার তাকে গ্রেফতার করে ইডি। প্রসঙ্গত, ২০২২ সালের অগাস্ট মাসে SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। পরে তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা সিবিআই।

নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দূর সম্পর্কের আত্মীয় এই প্রসন্ন। চাকরি দুর্নীতিতে মিডিলম্যান হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করে সিবিআই। উত্তর ২৪ পরগনা ও আশেপাশের এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে তা তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠাতেন বলেও অভিযোগ ওঠে।

prasanna

আরও পড়ুন: ‘বৌমা দেখতে সুন্দর, তাই ওকে বাইরে পাঠিয়েছি, নয়তো রাতে…’, চোখে জল নিয়ে যা বললেন আরতি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নয়, পাশাপাশি এসপি সিনহা, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ শিক্ষা দফতরের বহু আধিকারিকেরও তিনি ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এর আগে আদালতে সিবিআই চার্জশিট দিয়ে জানায়, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে তা রাঘব বোয়ালদের কাছে এই প্রসন্নই পৌঁছে দিতেন। সম্প্রতি প্রসন্নর বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। এরই মধ্যে এবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর