দুর্গাপুজোই নয়, কালীপুজো ও ভাইফোঁটা কাটবে গারদেই! ফের পার্থর জামিন খারিজ আদালতের

বাংলাহান্ট ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এই মামলার তদন্তে গত ২৩ জুলাই অর্পিতার দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০ কোটি টাকা। আপাতত এই দু’জনের ঠিকানা জেল। 

এর মধ্যে এই মামলার শুনানি চলছে। ফলে একাধিকবার এই দু’জনকেই তোলা হয়েছে আদালতে। প্রতিবারই বিভিন্ন কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কোনওবারই মঞ্জুর হয়নি তাঁদের সেই আবেদন। শেষ পর্যন্ত পার্থ এও বলেছিলেন, যে কোনও শর্তের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হোক। 

তবে আদালত সেই সবে বিন্দুমাত্র কর্ণপাত করেনি। দুর্গা পুজো তো বটেই, কালীপুজো ও ভাইফোঁটাতেও জেলেই থাকতে হবে পার্থ ও অর্পিতাকে। এই দু’জনকে আগামী ৩১ অক্টোবর অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। সেখানে যে কোনও শর্তের বিনিময়ে জামিনের জন্য আবেদন করেছিলেন পার্থ।

তাঁর কেরিয়ারের দিকটিও বিচারক যাতে বিবেচনা করেন, সেই আবেদনও করেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনও কিছুই কাজে আসেনি। আগামী এক মাসেরও বেশি সময় জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী, গোটা উৎসবের মরসুম জেলে কাটবে এই দু’জনের।

প্রসঙ্গত, পার্থকে প্রভাবশালী বলার বিরুদ্ধে আদালতে সওয়াল করেছিলেন তাঁর আইনজীবী। তিনি যে সাসপেন্ড হয়েছেন, সেই কথাও জানানো হয় আদালতে। একইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিন পাওয়ার প্রসঙ্গও টেনে আনেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তবে কোনও কিছুই কাজে আসেনি।

বুধবার পার্থবাবু আদালতে জানান, তাঁকে অপ্রয়োজনে আটকে রাখা হচ্ছে। নিজের কেরিয়ারের কথাও বিচারককে জানান তিনি। পাশাপাশি তিনি জানান, আগে কখনও এমন ঘটনার মুখোমুখি হননি। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী যদিও তাঁর জামিনের জন্য আবেদন জানাননি। 

অন্যদিকে, ইডি-র তরফের আইনজীবী এদিন কোর্টে জানান, এই মামলার সঙ্গে জড়িত সম্পত্তির পরিমাণ ইতিমধ্যেই ১৫০ কোটি পেরিয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রতিদিনই ৩০-৪০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলছে বলে এদিন আদালতে জানান ইডি-র আইনজীবী।


Subhraroop

সম্পর্কিত খবর