বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে বর্তমানে জেলবন্দি ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। টানা জিজ্ঞাসাবাদের পর সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন তিঁনি। আর এই ‘কাকু’ গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার শেয়ারের দামে কারচুপি করার অভিযোগ উঠল ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে।
গোয়েন্দা সংস্থার দাবি, চড়া দামে বিক্রি হয়েছে ব্যবসায়ী সুজয়কৃষ্ণ ভদ্রর সংস্থার শেয়ার। আর সেই চড়া দামের শেয়ার এমন দু’টি সংস্থা কিনেছে, যেগুলি রেজিস্ট্রার অফ কোম্পানিসের ‘কালো তালিকাভুক্ত’। ইডি সূত্রে অভিযোগ, কম দামের শেয়ার কয়েক গুণ বেশি দামে বিক্রি করে টাকা তোলা হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি সংস্থার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ইডি। যার মাধ্যমে বেশ কিছু রহস্যময় লেনদেনের হদিশ মিলেছে। খতিয়ে দেখা হচ্ছে তাদের সম্পত্তির পরিমানও।
তদন্তকারীদের দাবি, ১০ টাকার শেয়ার ৪৪০ টাকায় বিক্রি করা হয়েছিল। এভাবে শেয়ার বেচে প্রায় ৩ কোটি টাকা তোলা হয়েছিল। অন্যদিকে হাওলার মাধ্যমে ১০ কোটি টাকা বিনিয়োগ করারও অভিযোগ রয়েছে ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যোগ থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে।
অন্যদিকে, ইডির দাবি, সুজয়কৃষ্ণের সঙ্গে যোগ থাকা সংস্থায় টাকা বিনিয়োগ করেছিল অন্য তিন সংস্থা। যেই সংস্থা গুলি মিলিয়ে মোট ৩ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। যদিও ওই তিন সংস্থার মধ্যে দু’টি বন্ধ বলে খবর। ওই সংস্থা গুলির ব্যাঙ্কের অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু ‘রহস্যজনক’ লেনদেনের হিসাব মিলেছে বলে দাবি ইডির।
সংস্থাগুলি নিয়ে বিস্তারে তদন্ত শুরু করেছে ইডি। প্রসঙ্গত, পূর্বে আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, হাওয়ালার মাধ্যমে বিভিন্ন সংস্থায় টাকা ঘুরেছে। সুজয়কৃষ্ণ চারটি সংস্থা নিয়ন্ত্রণ করতেন। কাকুর সঙ্গে যোগ থাকা ওই সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে কোটি টাকার। হাওয়ালার মাধ্যমে বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই হাওয়ালা নিয়ে চর্চার মাঝেই এবার শেয়ারের দরে কারচুপির অভিযোগ উঠল ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যোগ থাকা ওই সংস্থার বিরুদ্ধে।