জামিন পেয়েও শান্তি নেই! এবার নালিশ ঠুকতে আদালতে ছুটলেন কালীঘাটের কাকু! কাদের বিরুদ্ধে?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। কালীঘাটের কাকু (Kalighater Kaku) নামেই অধিক পরিচিত তিনি। মাসখানেক আগে সিবিআইয়ের মামলায় আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। শীঘ্রই সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে তার আগেই আদালতের দ্বারস্থ হলেন ‘কাকু’। বাড়ি দখল নেওয়ার অভিযোগ তুলে নালিশ ঠুকেছেন তিনি।

কাদের বিরুদ্ধে নালিশ করলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater Kaku)?

দীর্ঘ টানাপড়েন শেষে সিবিআইয়ের মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু। শারীরিক অবস্থাকে ‘ঢাল’ করে এই জামিন পান তিনি। তবে একাধিক শর্ত বেঁধে দেয় আদালত। বিচারপতি বলেন, নিতান্তই চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া সুজয়কৃষ্ণ কোনও ভাবেই নিজের বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তাঁর দু’টি মোবাইল নম্বর কেন্দ্রীয় এজেন্সিকে দিতে হবে। সেই সঙ্গেই তাঁর সঙ্গে ‘জুড়ে’ দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী।

মার্চ মাসের শেষ অবধি কালীঘাটের কাকুকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষ হতে বেশিদিন বাকি নেই। তার আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কালীঘাটের কাকু।

আরও পড়ুনঃ মমতার লন্ডন সফরে বাধা! বাতিল করা হল মুখ্যমন্ত্রীর বিমান! হঠাৎ কী হল?

সুজয়কৃষ্ণের অভিযোগ, সিবিআই (CBI) কেন্দ্রীয় বাহিনীকে আদালতের নির্দেশের পরোয়া না করে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, নির্দেশ অনুসারে কেন্দ্রীয় বাহিনীকে তাঁর বাড়ির বাইরে থাকতে বলা হয়েছিল। কিন্তু রোজ রাতে তাঁরা বাড়ির দোতলার শোবার ঘর ব্যবহার করছে। এমনকি যখন ইচ্ছা বাড়ির নানান সুবিধা ব্যবহার করছেন তাঁরা।

Primary recruitment scam Kalighater Kaku wanted to destroy evidence claims CBI

বাড়ি থেকে বেরিয়েও অবশ্য শান্তি নেই! কালীঘাটের কাকুর (Kalighater Kaku) অভিযোগ, হাসপাতালে গেলেও সেখানে পিছু পিছু উপস্থিত হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালে ঘরে কারা আসছেন যাচ্ছেন, সেটাও রেজিস্টার ধরে ধরে নজরে রাখছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর