বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বর্তমানে জেলবন্দি হুগলীর প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। কুন্তল গ্রেফতারির পর থেকে ৯০ ডিগ্রি কোণে ঘুরে গিয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। কুন্তলের সূত্র ধরেই একে একে উঠে এসেছে বহুজনার নাম। ছাড়ছে রহস্যের জট। এরই মধ্যে এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুন্তলের।
আদালত এবং প্রকাশ্যে বারবার অভিযোগ তোলার পর, এবার কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই এর বিরুদ্ধে নালিশ জানিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) দ্বারস্থ হলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
কিছুদিন থেকেই কুন্তল অভিযোগ জানাচ্ছিলেন কেন্দ্রীয় এজেন্সী ইডি ও সিবিআই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। সূত্রের খবর, এই নিয়ে আদালতে নালিশ জানিয়েই ক্ষান্ত নয় কুন্তল। এবার সরাসরি পুলিশের কাছেও একই নালিশ জানিয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত।
প্রসঙ্গত, একবার বা এই প্রথম নয়, এর আগেও বারবার কুন্তলের মুখে উঠে এসেছে এই অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলে তিনি বলেছেন, তদন্তকারী অফিসাররা তৃণমূলের নেতাদের নাম তলার জন্য তার ওপর চাপ সৃষ্টি করছে। সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তার ওপর সব থেকে বেশি চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।
জানিয়ে রাখি, এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার আদালতকে চিঠি দেন কুন্তল ঘোষ। জেল থেকে সোজা বিচারককে চিঠি লিখে তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সময় কুন্তলের লেখা চিঠি আদালত কক্ষে দেখিয়ে বিচারক তার আইনজীবীর উদ্দেশে বলেন, এই চিঠিতে যা অভিযোগ করা হচ্ছে তা তো আপনারা কখনও আদালতে বলেননি? জবাবে কুন্তলের আইনজীবী বলেন, ‘জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। এ ব্যাপারে তাই আমরা কিছু বলতে পারিনি।’
বৃহস্পতিবার আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের সামনে কুন্তল বলেন, “এর আগে আমি যা বলেছি আদালতকেও একই কথা জানিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমার ওপর চাপ দেওয়া হচ্ছে।” কে চাপ দিচ্ছে একথা জিজ্ঞেস করলে তার উত্তরে কুন্তল বলেছিলেন, “সব চিঠিতে লিখেছি”। আর এবারেও লিখিত ভাবে কলকাতা পুলিশকে অভিযোগ জানিয়েছেন তিনি।