তৃণমূল থেকে বহিষ্কৃত হতেই মুখ খুললেন কুন্তল! দুর্নীতি কাণ্ডে ধৃতর বয়ানে তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার তৃণমূল (Trinamool Congress) থেকে বহিষ্কার করা হয় নিয়োগ দুর্নীতির অন্যতম দুই অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)। নিয়োগ কেলেঙ্কারিতে এই দুই যুব নেতার ইডি (ED) হেফাজতের মধ্যেই মঙ্গলবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক ডেকে এই ঘোষণা করা হয়।

কুন্তল গ্রেফতারের ৫২ দিন পর, অন্যদিকে শান্তনুকে গ্রেফতারের ৫ দিনের মধ্যেই দল তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন হুগলির বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষ। জানা গিয়েছে,
শান্তনু দলের সিদ্ধান্ত নিয়ে কিছুটা ‘অসন্তোষ’ প্রকাশ করলেও, শাসকদলের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন কুন্তল। নেতার আইনজীবী সূত্রে এমনটাই খবর মিলেছে।

সূত্রের খবর, এদিন আইনজীবীর সঙ্গে টেলিফোন-কথোপকথনে ধৃত প্রাক্তন যুবনেতা কুন্তল বলেছেন, “দল ঠিকই করেছে।” পাশাপাশি, দলের প্ৰতি প্রবল আস্থার কথাও জানান তিনি। নিজেকে দলের এক জন একনিষ্ঠ, সাধারণ কর্মী হিসাবে পরিচয় দিয়ে কুন্তল ঘোষ বলেন, সমস্ত ঘটনার নিষ্পত্তি হলে দল ফের কোনও সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে। সেই সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষায় রইলেন বলেও জানিয়েছেন কুন্তল।

kuntal ghosh

অন্যদিকে, কুন্তলকে দল বহিষ্কার করায় কিছুটা স্বস্তিতে আইনজীবী। কারণ বার বার তার মক্কেলের জামিনের বিরোধিতা করে ইডি আদালতে রাজনৈতিকভাবে ‘প্রভাবশালী’ তত্ত্ব তুলে ধরেছে। তবে দল থেকে তাকে বিতাড়িত করায় কুন্তলের ‘প্রভাবশালী’ তকমা ঘুচলো বলে জানান তার আইনজীবী।

প্রসঙ্গত, চলতি বছর ২১ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করে ইডি। অভিযুক্তর বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। অন্যদিকে, কুন্তলের আইনজীবী বলেন, তার মক্কেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেও তদন্তকারীরা এখনও তার কাছ থেকে ‘এক পয়সা’ও পায়নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর