বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। এই দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ একাধিক হেভিওয়েট ব্যক্তিরা। এই মামলায় চার্জ শুনানিতে পার্থদের বিরুদ্ধে হাজার হাজার পাতার নথি জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তথা ইডি। সেখান থেকেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পার্থর ‘কীর্তি’ ফাঁস করেছেন তাঁর জামাই কল্যাণময়।
পার্থর (Partha Chatterjee) ‘পর্দাফাঁস’ করলেন নিজের জামাই!
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া নথিতে (৬০৯৭, ৬১০২, ৬১০৪ ও ৬১০৬) পার্থর জামাইয়ের লিখিত বয়ানের উল্লেখ রয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাস্টের নামে কোটি কোটি টাকা নগদ দিয়ে সম্পত্তি কেনা হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে থাকা ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টে’র নামে এই সম্পত্তি কেনা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ট্রাস্টের অন্যতম সদস্য ছিলেন পার্থর (Partha Chatterjee) জামাই কল্যাণময়। ইডির জমা দেওয়া নথিতে দেওয়া বয়ান অনুযায়ী, ২০১৯ সালের জুন মাসে ১ কোটি ১৭ লক্ষ ৭৫,০০০ টাকা দিয়ে ট্রাস্টের নামে পাটুলি অঞ্চলে ১৮ কাঠা জমি কেনা হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই নিজে নাকতলার বাড়ি থেকে সেই নগদ টাকা নিয়ে এসেছিলেন।
আরও পড়ুনঃ ‘আমি কী ভুল বলেছি?’ নেতাজির সঙ্গে মমতার তুলনা! নিজের বক্তব্যে অনড় কুণাল ঘোষ
সেই টাকার উৎস হিসেবে নাকি খাতায় কলমে দাতাদের চেক দেখানো হয়েছিল। এই কৌশলেই নাকি কালো টাকা সাদা করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। ইডির (ED) কাছে পার্থর জামাইয়ের এই বয়ান দেওয়ার ফলে তাঁর চাপ আরও বাড়ল বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পরবর্তীতে এই মামলায় গ্রেফতার করা হয় পার্থর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়! সম্প্রতি এই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘বান্ধবী’ অর্পিতা। অন্যদিকে এখনও জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে পার্থর।