‘দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ’, ‘বান্ধবী’ অর্পিতার বেফাঁস মন্তব্য শুনে কি বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার ‘সখি’ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ২২ পেরিয়ে ২৩, প্রায় বছর খানেক হতে চললেও এখনও জেলের ঘানি টেনেই দিন কাটছে তাদের। আজ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে তোলা হয়েছে। আদালত চত্বরে ঢুকতেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। বান্ধবী অর্পিতাকে নানা প্রশ্ন উঠে আসলেও আজ সেই নিয়ে কার্যত নীরবই ছিলেন পার্থ।

এই মাস দুয়েক আগেই ভার্চুয়াল শুনানিতে যে বান্ধবীকে লাভ সাইন দেখিয়েছিলেন, ইশারায় হয়েছিল কথা, আজ সেই অর্পিতার প্রশ্ন উঠতেই মুখে কুলুপ পার্থর। তবে বান্ধবীকে নিয়ে নীরব থাকলেও গতকাল কংগ্রেস ছেড়ে বিধায়ক (Congress MLA) বাইরন বিশ্বাস (Bayron Biswas) তৃণমূলে যোগ দেওয়ায় যথেষ্টই উচ্ছ্বাসিত তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

বাইরনের প্রসঙ্গ উঠলে আত্মবিশ্বাস নিয়ে পার্থ বলেন, ‘বাইরনের মতো সবাই তৃণমূলে চলে আসবেন।’ তবে এরপরই অর্পিতাকে নিয়ে প্রশ্ন উঠলে ফের নির্বাক হয়ে থাকেন তিনি। হাঁটতে হাঁটতে রওনা দেন আদালতের দিকে। তাহলে কি গতকাল আদালতে অর্পিতার মন্তব্যের পরই কাটলো বন্ধুত্বের তাল? কে জানে।

partha arpita

জনিয়ে রাখি, গতকাল বহুদিন পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেন অর্পিতা। আর এদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ পার্থ চট্টোপাধ্যায় বলে আদালতে জানায় অর্পিতার আইনজীবী। পাশাপাশি সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা সাফ জানান, ‘‘আমার বাড়ি থেকে টাকা গয়না উদ্ধার হয়েছে। কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ।’’ আর এর পরেই আজ অর্পিতাকে নিয়ে টু শব্দটিও করলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে বাইরন তৃণমূলে যোগদান করায় আনন্দ প্রকাশ করলেন।

প্রসঙ্গত, শিক্ষক কেলেঙ্কারি মামলায় গতবছর ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই দল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম মুছে দেয় তৃণমূল। তবে পার্থ কিন্তু সর্বদাই বলে চলেছেন তিনি তৃণমূলেই আছেন। গ্রেফতার হওয়ার পর বারবার পার্থর মুখে উঠে এসেছে তৃণমূল স্তুতি। এই তো কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি নিয়েও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তার গলায়। আর এদিন বাইরন সম্পর্কেও বড় মন্তব্য করলেন তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর