বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। পথে নেমে প্রতিবাদ করছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বৃহস্পতিবার যেমন যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে ময়দান মেট্রো স্টেশন হয়ে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল (SLST Protest)। সেই কর্মসূচি ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ময়দান চত্বরে।
চাকরিপ্রার্থীদের কর্মসূচি (SLST Protest) ঘিরে উত্তাল ময়দান চত্বর!
এদিন সকাল থেকেই ময়দান এলাকায় জড়ো হতে শুরু করেছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। মিছিল করে কালীঘাট (Kalighat Abhijan) অবধি যাওয়ার কথা ছিল। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তা ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে দেখা যায় আন্দোলনকারীদের।
এরপরেই ক্ষোভ উগড়ে দেন প্রতিবাদী চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাঁদের প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ দাবি করেন। এদিকে উত্তেজনা বাড়তেই পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি হলেই ৫০০ টাকা দেবে সরকার! রাজ্যের এই প্রকল্পের সুবিধা কারা পাবেন?
প্রতিবাদী চাকরিপ্রার্থীদের দাবি, অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হোক। ‘অযোগ্যদের জন্য আমরা কেন ভুগবো?’ প্রশ্ন তাঁদের। এই নিয়েই আজ কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে পুলিশের তরফ থেকে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি।
এসএলএসটি চাকরিপ্রার্থীদের এই কর্মসূচি ঘিরে এদিন উত্তাল হয়ে ওঠে ময়দান চত্বর। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এরপর বিক্ষোভ শুরু হতেই একাধিক চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ।
এদিকে দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত বছরের ওই নির্দেশের জেরে একধাক্কায় বাতিল হয়ে যায় প্রায় ২৬,০০০ চাকরি। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ওই চাকরিজীবীদের ভাগ্য। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি রয়েছে। তার আগে এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Protest) কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে উঠল ময়দান চত্বর। পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা।