জেলে ফিরেই একি কাণ্ড! ED গোয়েন্দাদের সামনেই বমি করে ভাসালেন সুজয় কৃষ্ণ, নেওয়া হল SSKM-এ

বাংলা হান্ট ডেস্কঃ স্ত্রীর মৃত্যুর পর প্যারোলে ছাড়া পেয়ে বাড়িতেই ছিলেন বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku, Sujoy Krishna Bhadra)। তবে আজ কাকু প্রেসিডেন্সি জেলে ফিরতেই বিপত্তি। জানা যাচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজয়বাবু। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন তিনি।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর, আজই বেহালার বাড়ি থেকে জেলে ফেরেন সুজয় কৃষ্ণ। আর সেখানে গিয়ে ইডি-র অফিসারদের সামনেই বমি করতে শুরু করেন কালীঘাটের কাকু। জেল সূত্রে খবর, জেলে তার পরীক্ষা করে জানা যায় সুজয়কৃষ্ণের প্রেসার বেড়েছে। অক্সিজেন স্যাচুরেশন লেভেলও ওঠা-নামা করছে। এরপরই চিকিৎসকের পরামর্শে এসএসএমে নিয়ে যাওয়া হয়েছে সুজয়কৃষ্ণকে।

জানা যাচ্ছে, ইমার্জেন্সি অবজার্ভেশনে রাখা হয়েছে তাকে। প্রসঙ্গত, আজ জেলে ফেরার পরই সুজয়বাবুর ভয়েস স্যাম্পেল (Voice Sample) সংগ্রহ করত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।

sujay

গত শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারপতি তদন্তকারী অফিসারদের দেওয়া অত্যন্ত গোপন নথি পেশ করার পর তার পর্যবেক্ষণের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেয়। বিচারকের নির্দেশ ছিল, সুজয় কৃষ্ণ জেলে ফেরত আসার তিন দিনের মধ্যেই ইডিকে ওই নমুনা সংগ্রহ করতে হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর