তৃণমূল নেতার কথায় সাদা খাতা জমা দিয়ে বিপত্তি! চাকরি না পেয়ে যা ঘটালেন আরেক তৃণমূল নেতা…

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে রাজ্যের একের পর দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। শিক্ষক দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা, আধিকারিক। সেই নিয়ে উত্তপ্ত রাজ্য থেকে রাজনীতি। এরই মধ্যে এবার সামনে অবাক ঘটনা।

এবার দলেরই এক নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ নিয়ে থানায় গেলেন তৃণমূলের আর এক নেতা (TMC Leader)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বরগোদারগোদা গ্রামে। নিয়োগ দুর্নীতির আবহে তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে।

ঠিক কী জানা যাচ্ছে? পূর্বে উল্লেখিত ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য মধুসুদন ভঞ্জ দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই আরেক নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তিনি জানান, ‘২০১৯ সালে এক সমবায় ব্যাঙ্কে গ্রুপ ডি পদে লোক নেওয়া হচ্ছিল। সেই সময় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন গোপাল মাইতি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার থেকে ১২ লক্ষ টাকা নেন ওই ব্যক্তি।’

আরও পড়ুন: বিরাট অভিযোগ! এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে হাইকোর্টে গেল রাজ্য, কারণ জানলে অবাক হবেন

ওই তৃণমূল নেতা মধুসুদন ভঞ্জ লিখিত ভাবে আরও জানায়, “তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক তথা তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি আমাকে বলেছিলেন পরীক্ষার হলে গিয়ে সাদা খাতায় নিজের নাম এবং রোল নম্বর লিখে দিয়ে আসতে। বলেছিলেন এক লাইনও লিখতে হবে না। সেজন্য ১২ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু লিস্ট যখন বেরও তখন দেখি তাতে আমার নাম নেই। এরপর বহুবার তার কাছে টাকা ফেরত চেয়ে আবেদন করি। তাই বাধ্য হয়েই থানার দ্বারস্থ হয়েছি।”

tmc flag

আরও পড়ুন: দুশ্চিন্তা বাড়িয়ে ফের শুরু ঝড়-জল! আজ থেকে টানা হলুদ সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়

যদিও দলের নেতার এই অভিযোগ একেবারেই মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা গোপাল মাইতি। ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে বলে দাবি জানিয়ে তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বিজেপির মদতে ওদের কথা মতোই আমার বিরুদ্ধে মধুসুদন ভঞ্জ মিথ্যে অভিযোগ এনেছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর