বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের। যত দিন যাচ্ছে তত অভিযোগ বাড়ছে। প্রাথমিক থেকে এসএসসি সব ক্ষেত্রেই কেলেঙ্কারির অভিযোগ তুলে আদালতে চলছে একাধিক মামলা। এখনও নিস্পত্তি হয়নি। এরই মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের টাকা দিতে পারবে না বলে সিবিআই-কে (CBI) চিঠি দিয়ে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় (Recruitment Scam)
প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগের মামলায় (Primary Recruitment Scam) ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ ছিল, ২০১৪ সালের প্রাথমিকের নষ্ট করা OMR এর ডিজিট্যাল কপিগুলোকে যে কোনও মূল্যে উদ্ধার করতে হবে।
বিচারপতি বলেছিলেন, এই বিষয়ে প্রয়োজন হলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই। বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করা হোক। তিনি আরও বলেছিলে এই মামলায় ওএমআর এর তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করতে যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতেই সম্প্রতি নিজাম প্যালেসে পর্ষদের তরফ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, তারা এই খরচ দিতে পারবে না। এই বিষয়টি হাইকোর্টকেও জানাতে চলেছে পর্ষদ। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দশের পরই ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি ও পর্ষদের অফিস থেকে প্রচুর সার্ভার ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা।
আরও পড়ুন: স্কুল, কলেজ অতীত! এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা, বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
পাশাপাশি পর্ষদে তল্লাশি চালিয়ে মিলেছিল ৬টি হার্ড ডিস্ক যাতে ডিজিটালাইজড্ মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা ছিল। অবিলম্বে সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানোর কথা ছিল। কিন্তু এরই মাঝে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বেঁকে বসল পর্ষদ।