বাংলা হান্ট ডেস্কঃ তদন্তকারী সংস্থা সিবিআই এর পর নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি (ED)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। গত বৃহস্পতিবারই এই নিয়ে নেতাকে চিঠি দেওয়া হয়।
বঙ্গের নিয়োগ মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের। মামলায় তদন্তের স্বার্থে নেতাকে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এরপরই সম্প্রীতি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
সেই রেশ কাটতে না কাটতেই অভিষেককে তলব করে ইডি। সূত্রের খবর শুধু কুন্তলের চিঠি নয়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে ডাকলেই কি চলে যাবেন অভিষেক! বর্তমানে নবজোয়ার কর্মসূচীতে রয়েছেন তৃণমূলের সেনাপতি। আর বৃহস্পতিবার তলবের পরই তিনি সাফ জানিয়েছেন, ইডি দফতরে তিনি যাচ্ছেন না।
ইডির তলবে যে তিনি সাড়া দেবেন না সেকথা জানিয়ে অভিষেক বলেন, ‘‘আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন, তখনই আমাকে যেতে হবে তা নয়। পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পরে আপনারা যখন ডাকবেন, তখনই যাব।’’
আজ মঙ্গলবার। ঘড়ির কাটায় প্রায় ১২ টা। সিজিও তে এখনও যাননি অভিষেক। তবে এভাবে হাজিরা এড়ানোয় নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে ইডি? এই বিষয়ে প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম এক বেসরকারি সংবাদ মাধ্যমকে বলেন, “যাকে ডাকা হবে তাকে যেতে হবে। না গেলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে ED।”
সেক্ষেত্রে ইডির কি পদক্ষেপ হতে পারে? এই বিষয়ে তিনি বলেন, “ইডি তাকে অন্য তারিখ দিয়ে সুযোগ দিতে পারে। আবার ইডি আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করতে পারেন। সেটা তদন্তকারী অফিসাররা যে রকম বুঝবেন সেরকম পদক্ষেপ করবেন।”
পুলিশকর্তা আরও বলেন, “ওনার (অভিষেক) কোনও সমস্যা থাকলে উনি তদন্তকারী সংস্থার কাছে নতুন তারিখ চাইতে পারেন। সেটা তদন্তকারী অফিসাররা বিবেচনা করে দেখবেন। তবে তদন্তকারীরা যদি মনে করেন যে তিনি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্যই এই কাজ করছেন তবে তাকে গ্রেফতারির জন্য আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করতে পারেন। ইডির অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে।” এবার ইডির পরবর্তী পদক্ষেপ কি হবে টা বোঝা যাবে সময় এলেই।