‘অনেক পরে জেনেছি, আগে জানলে..’, অয়ন-শ্বেতার সমীকরণ নিয়ে অবশেষে মুখ খুললেন স্ত্রী কাকলি

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে সরগরম রাজ্য। যত দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে দুর্নীতিতে জড়িতদের তালিকা। তৃণমূল নেতা মন্ত্রীর পর সম্প্রতি শিক্ষক কেলেঙ্কারিতে নাম উঠেছে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের (Ayan Shil)। অয়ন গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির (ED) হাতে। এই প্রোমোটারের সাথেই নাম সামনে এসেছে বান্ধবী শ্বেতা চক্রবর্তীর (Sweta Chakraborty)। এবার অয়ন ও শ্বেতার সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্ফোরক অয়ন পত্নী কাকলি শীল।

সূত্রের খবর, বর্তমানে কাকলি ছেলেকে নিয়ে দিল্লিতে থাকেন। প্রোমোটার অয়ন শীলের নাম দুর্নীতিতে জুড়তেই তার সঙ্গে চর্চায় উঠে আসে শ্বেতা চক্রবর্তীর নাম। যিনি একাধারে মডেল অভিনেত্রী এবং কামারহাটি পুরসভার কর্মী। অয়ন-শ্বেতার সম্পর্ক নিয়ে রীতিমতো শোরগোল পরে যায় গোটা রাজ্যে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অয়নের স্ত্রী।

কাকলি শীল বলেন,” অয়ন ও শ্বেতার কথা প্রথমে জানতাম না। অনেক পরে জেনেছি। আগে জানলে হয়তো আরও বেশি করে বাধা দিতে পারতাম। কিন্তু যখন জেনেছি, তখন আর কিছু করার নেই।” সূত্রের খবর, অয়ন-শ্বেতা দুজনে একই ফ্ল্যাটে থাকতেন মামা-ভাগ্নির পরিচয়ে। তবে তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলেই জানা গিয়েছে।

একাধিক সময়ে বহু দামী উপহার অয়ন শ্বেতাকে দিয়েছেন। তাকে একটি ৪০ লাখের হন্ডা সিটি দেন অয়ন। যদিও সেকথা মেনে নেননি শ্বেতা। তিনি জানিয়েছিলেন সেটি সিনেমার পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হয়েছিল। শ্বেতার সেই গাড়ির নথিও তল্লাশির সময় অয়নের অফিস থেকে পায় ইডি আধিকারিকরা। শ্বেতা না মানলেও অয়নের পড়শিদের মধ্যে অনেকেরী দাবি তারা দুজন লিভ ইন করতেন।

ayan shil

অন্যদিকে, অয়নের গ্রেফতারির ৬ দিন পর শনিবার সিজিও কমপ্লেক্সে তার সঙ্গে দেখা করতে যান স্ত্রী কাকলি শীল। অয়নের যে সংস্থার বিরুদ্ধে পুরসভা নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সংস্থার ডিরেক্টর হিসেবে নাম রয়েছে তারও। তবে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে এদিন কাকলি বলেন অয়নের সঙ্গে তার বহুদিন কোনো যোগাযোগ নেই তাই স্বামীর কাজের সম্পর্কে তার কোনো রকম ধারণা নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর