বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চাকরি (Recuitment) পাওয়া আর হাতে চাঁদ পেয়ে যাওয়া দুটোই একই বিষয়। কারণ একদিকে মানুষ যেমন শিক্ষিত হচ্ছে, উল্টোদিকে কর্মসংস্থানের উৎস কমে আসছে। আর বাংলায় চাকরির কথা বললে তাতে দুর্নীতিতে ভরপুর। যদিও ভাগ্যের জেরে দু-একটি বেসরকারি চাকরি পাওয়া যায়, কিন্তু সরকারি চাকরি পাওয়া অলীক স্বপ্ন। তবে এবার সরকারি চাকরির দিশা দেখাচ্ছে শিলিগুড়ি। আপনি যদি সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরির (Recruitment) সুযোগ:
জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি কর্পোরেশনের চাকরির (Recruitment) জন্য নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করে। তবে এখন প্রশ্ন, এই কর্পোরেশনের চাকরিতে কারা আবেদন করতে পারবেন? কতটা যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করা যাবে? রইল সমস্ত কিছুর আপডেট।
সবার আগে দেখে নিন এই চাকরির (Recruitment) বিবরণ:
পদ: শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ইলেকট্রিশিয়ান পদে কর্মী নিয়োগ চলছে।
শূন্যপদের সংখ্যা: মাত্র ৩টি শূন্য পদে নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাসিক বেতন: আপনারা যদি এই চাকরির (Recruitment) জন্য ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে প্রতিমাসে বেতন হিসেবে পাবেন ১০,০০০ টাকা।
কারা কারা এই চাকরির জন্য যোগ্য: এই চাকরির (Recruitment) আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: মূলত এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান কোর্স সম্পূর্ণ করা চাই।
বয়সসীমা: এই চাকরির জন্য অনূর্ধ্ব ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তার বেশি হলে আপনি আবেদনের অযোগ্য।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় দিয়ে শুরু করল পাকিস্তান! ভারতকে পরাজিত করল ৪৪ রানে
এই চাকরির আবেদন কিভাবে করবেন: আবেদনের পুরো প্রক্রিয়াটি অফলাইনে করতে হবে। তার জন্য আপনাকে একটি A4 পেজ নিতে হবে। সেই সাদা পেজে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু লিখতে হবে। এবার লেখা হয়ে গেলে ওই পেজের সাথে আপনার পরিচয় পত্র সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলির এক কপি জেরক্স করে যুক্ত করতে হবে।
আবেদনের জন্য কি কি নথি লাগবে:
১) জন্মের প্রমাণপত্র
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৩) আধার কার্ড কিংবা ভোটার কার্ড
৪) সাথে কাস্ট সার্টিফিকেট।
আরও পড়ুন: WTC-র পয়েন্ট টেবিলে অঘটন! আচমকাই এগিয়ে গেল এই দল, বিপদের সম্মুখীন ভারত-অস্ট্রেলিয়া
কোথায় জমা করতে হবে: উল্লেখিত নথিপত্র গুলি একসাথে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হচ্ছে- শিলিগুড়ি (Siliguri) মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট অফিস: শিলিগুড়ি, জেলা: দার্জিলিং, ৭৩৪০০১।
সময়সীমা: এই আবেদনের শেষ তারিখ হচ্ছে ৬/১২/২০২৪। সময়সীমা পেরিয়ে গেলে হাতছাড়া হবে বিরাট বড় সুযোগ।