মিস করবেন না সুযোগ! এবার এই কেন্দ্রীয় সংস্থায় মিলছে চাকরি, কিভাবে করবেন আবেদন?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি কেন্দ্রীয় সংস্থায় চাকরির (Recruitment) সুযোগ। ইতিমধ্যেই এই প্রসঙ্গে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। যেটি অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড উচ্চপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কেন্দ্রীয় সংস্থায় চাকরির (Recruitment) সুযোগ:

শূন্যপদের বিবরণ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত ওই সংস্থায় অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল) পদে নিয়োগ প্রক্রিয়া (Recruitment) সম্পন্ন হবে।

   

শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ২।

Recruitment update this time, jobs are available in this central organization.

কাজের মেয়াদ: জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। যদিও, প্রয়োজন অনুযায়ী তারপরে কাজের মেয়াদের বৃদ্ধি হতে পারে। এছাড়াও, নিযুক্ত কর্মীদের দেশের যেকোনও অঞ্চলে সংশ্লিষ্ট সংস্থার দফতরে পোস্টিং (Recruitment) দেওয়া হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স বা কেমিস্ট্রিতে এমএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, এক বছরের চাকরির অভিজ্ঞতাও প্রয়োজন।

আরও পড়ুন: ফিরতে এখনও হবে দেরি! মহাকাশে চোখের সমস্যায় ভুগছেন সুনিতা, কি পরিকল্পনা NASA-র?

বয়স: এক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে।

বেতনের পরিমাণ: জানিয়ে রাখি যে, নিযুক্ত ব্যক্তিদের বেসিক পে-র পরিমাণ হবে মাসিক ২২,৬৬০ টাকা। এর পাশাপাশি মিলবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

আরও পড়ুন: বাড়িতে রাখছেন শালগ্রাম শিলা? অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি, পরিবারে আসবে সুখ এবং সমৃদ্ধি

কিভাবে করবেন আবেদন: এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া: মূলত, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন (Recruitment) করা হবে।

আবেদনের শেষ তারিখ: এক্ষেত্রে, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর