বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য ফের একবার কাজের সুযোগ। কলকাতার প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ (Recruitment) করতে চলেছে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন এই পদে। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ জেনে নিন এই প্রতিবেদনে।
চাকরিপ্রার্থীদের নিয়োগ (Recruitment) হবে শিগগিরই
পদের নাম : গেস্ট লেকচারার, লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪ টি শূন্যপদে নিয়োগ (Recruitment) করতে চলেছে কলকাতার প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউট।
শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে D.El.Ed বা B.Ed ডিগ্রি অর্জনকারীরা এই পদে আবেদনের যোগ্য।
বয়স সীমা : ১৮ থেকে ৬৪ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া : যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, গেস্ট লেকচারার, লাইব্রেরিয়ান পদে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আরোও পড়ুন : অব্যাহত মোদী ম্যাজিক, ডমিনিকা-নাইজেরিয়ার পর আরও দুই দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী
আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফলাইন মাধ্যমে আবেদন জানানোর প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। এই প্রতিবেদনের সাথে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে A4 সাইজের পেপারে। তারপর আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত নথির সহযোগে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Office of the Government Sponsored Primary Teacher’s Training Institute, 98, Beltala Road, Kolkata Pin – 700026।
আবেদনের শেষ তারিখ : ২১/১১/২০২৪