ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় নিয়োগ! জানুন আবেদনের পদ্ধতি

বাংলাহান্ট ডেস্ক : কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় (ডাব্লিউবিএসইডিসিএল)। সংস্থার তরফে এমনটাই জানিয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। জানা গিয়েছে, এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিশদ তথ্য।

এই নিয়োগটি হবে জেনারেল ম্যানেজার  (এইচআরডি) পদে। শূন্যস্থান মাত্র একটি। ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। নিযুক্তদের বেতন দেওয়া হবে পুনর্নিয়োগের সরকারি নিয়ম অনুযায়ী। প্রাথমিকভাবে এই নিয়োগ করা হবে এক বছরের জন্য। পরবর্তীতে এই মেয়াদ বাড়তে পারে কাজের উপর ভিত্তি করে অথবা প্রয়োজন অনুসারে। এই পদে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে ডাব্লিউবিএসইডিসিএল-এর হেডকোয়ার্টার বিদ্যুৎ ভবনে।

জানা গিয়েছে, এই পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে অবসরপ্রাপ্ত আইএএস অফিসাররা। এছাড়াও, অবসরপ্রাপ্ত ডাব্লিউবিসিএস (এগজিকিউটিভ) অফিসার, যাঁরা ৮৭০০ টাকা গ্রেড পে বা তার বেশি বেতন পেতেন, তারাও আবেদনের যোগ্য। তবে তাদের প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

জেনারেল ম্যানেজার (এইচআরডি) পদে নিযুক্ত ব্যক্তি সংস্থার এইচআরডি, প্রশিক্ষণ এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট সেল-এর প্রধান হবেন। সংস্থার হিউম্যান রিসোর্স ডিরেক্টরের অধীনে কাজ করতে হবে তাকে।

POWER GRID JOB

সল্টলেকের বিদ্যুৎ ভবনে ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। আবেদনের নির্ধারিত ফরম্যাটটি ডাউনলোড করতে হবে সংস্থার ওয়েবসাইট https://www.wbsedcl.in/irj/go/km/docs/internet/new_website/Home.html -থেকে। এরপর প্রয়োজনীয় নথি সহ এটি পাঠাতে হবে rectt@wbsedcl.in -এ। আগামী ২৮ ফেব্রুয়ারি আবেদনপত্র পাঠানোর শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ইচ্ছুক প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর