বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের অন্যতম একটি সেরা মাধ্যম হল রেকারিং ডিপোজিট বা আরডি (Reccuring Deposit)। এই স্কিমে প্রতি মাসে কিছু পরিমাণ করে টাকা জমা করতে হয়, তারপর নির্দিষ্ট সময়ে সুদসহ ফেরত পাওয়া যায় সেই টাকা। আরডির সুদ নির্ভর করে বিনিয়োগের সময়সীমা ও ব্যাঙ্কের উপর।
বিভিন্ন ব্যাঙ্ক রেকারিং ডিপোজিট এর উপর আলাদা ধরনের সুদ দিয়ে থাকে। বিভিন্ন স্মল ফিনান্স ব্যাঙ্ক এই মাসে রেকারিং ডিপোজিট এর সুদের হার পরিবর্তন করেছে। এরই মধ্যে একটি উল্লেখযোগ্য ব্যাংক হল সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই স্মল ফিনান্স ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের রেকারিং ডিপোজিট এর উপর সর্বোচ্চ 8.6 শতাংশ সুদ প্রদান করছে।
আরোও পড়ুন : প্রাণীটি থাকে জলেই, কিন্তু নিজে পান করে না এক ফোঁটাও! চেনেন নাকি এই জীবটিকে ?
ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায় এই ব্যাংকের আরডিতে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ 100 টাকা। এই ব্যাংক প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ 9.1% সুদ প্রদান করছে। গত 6 আগস্ট 2023 সাল থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার। 6 মাসের মেয়াদে রেকারিং ডিপোজিটে সুর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রদান করছে 5% সুদ।
আরোও পড়ুন : ক্রেডিট কার্ডে ঋণ না পেলেও এখন আর নো চিন্তা! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার
5.50% সুদ পাওয়া যাচ্ছে ৯ মাসের রেকারিং ডিপোজিটর উপর। এই ব্যাংক 6.85% সুদ দিচ্ছে 12 মাসের রেকারিং ডিপোজিট এর উপর। 15 মাসের RD তে এই ব্যাংক গ্রাহকদের দিচ্ছে 8.25 শতাংশ সুদ। স্মল ফিনান্স এই ব্যাংক আঠারো, একুশ ও চব্বিশ মাসের রেকারিং ডিপোজিট এর উপর প্রদান করছে 8.50% সুদ।
8.60% সুদ পাওয়া যাচ্ছে 27 ও 30 মাসের রেকারিং ডিপোজিটে। সুর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 33 মাস ও 36 মাসের RD এর উপর দিচ্ছে 8.60 শতাংশ সুদ। এছাড়াও, 3 থেকে 5 বছরের রেকারিং ডিপোজিট এর উপর 6.75 শতাংশ , 5 বছরের মেয়াদে 8.25 শতাংশ , 5 থেকে 10 বছরের মেয়াদে 7.25 শতাংশ সুদ প্রদান করে থাকে।