বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে বড় ধামাকা। সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে এল মোদি সরকার। যে সকল পোস্ট অফিস গ্রাহকদের রেকারিং ডিপোজিট রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পাঁচ বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে সুদ বৃদ্ধি করার।
উৎসবের মরশুমের আগেই সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি হবেন পোস্ট অফিস গ্রাহকরা। জানা গেছে পাঁচ বছর মেয়াদের আরডির সুদ বৃদ্ধি করে বার্ষিক ৬.৭ শতাংশ করা হয়েছে৷ যে সকল গ্রাহকরা দীর্ঘমেয়াদি প্ল্যানে বিনিয়োগ করেছেন তাদের জন্য এবার থেকে অফার করা হবে অতিরিক্ত সুদ।
আরোও পড়ুন : উৎসবের মরশুমে ফের সস্তা LPG সিলিন্ডার! কত টাকা কমতে পারে গ্যাসের দাম?
সুদের হার অপরিবর্তিত রাখা হচ্ছে স্বল্প সঞ্চয় প্রকল্পে। সিনিয়র সিটিজেন সেভিংস সার্টিফিটেকে প্রদান করা হচ্ছে ৮.২ শতাংশ সুদ। এছাড়াও সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষাণ বিকাশপত্র ও সুকন্যা সমৃদ্ধি যোজনায়। পোস্ট অফিসের সুদের হারের ক্ষেত্রে সরকার প্রতি তিন মাস অন্তর সিদ্ধান্ত নিয়ে থাকে।
আরোও পড়ুন : কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগে বড়সড় আপডেট! নির্ধারিত তারিখে হবে না পরীক্ষা, দেখুন নতুন দিন
অর্থাৎ তিন মাস অন্তর সরকার বিবেচনা করে দেখে কোনও স্কিমে সুদ বৃদ্ধি করা হবে নাকি কমানো হবে। বর্তমানে পোস্ট অফিসের আরডিতে প্রদান করা হয়ে থাকে ৬.৭% বার্ষিক সুদ। বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করা হয় পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে।
কিষাণ বিকাশপত্রে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮ শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। ৭.৭ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে এনপিএস বা ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেটে। তবে রেকারিং ডিপোজিটের সুদ বৃদ্ধি পেলে আমজনতার সোনায় সোহাগা হবে তা বলাই বাহুল্য।