বাংলা হান্ট ডেস্ক: এখনই কমছে না দুর্যোগ। রাজ্যজুড়ে চিন্তার মহল। সিকিমে (Sikkim) বিপর্যয়। ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। কঠিন পরিস্থিতির মুখোমুখি উত্তরবঙ্গ (North Bengal)। আবহাওয়া দফতর (Alipore Weather Office) লাল সতর্কতা জারি করেছে। বুধবার উত্তরবঙ্গের প্রবল দুর্যোগের আশঙ্কা। সকাল থেকে অবিরাম বৃষ্টি চলছে। থামার নাম নেই। সবথেকে বেশি বিপর্যয়ের মুখে কালিম্পং এবং জলপাইগুড়ি এই দুই জেলা।
আজ রাজ্যের দিকেও হবে জোর বর্ষণ! ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। একাধিক সতর্কতামূলক পদক্ষেপের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও।
দক্ষিণবঙ্গেরও (South Bengal) একাধিক জেলায় জারি রয়েছে সতর্কতা। আজ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ‘সিঙ্গল বেঞ্চ অতি উৎসাহী হয়ে কিছু নির্দেশ দিয়েছেন, অস্বীকার…’, বিরাট মন্তব্য ডিভিশন বেঞ্চের
অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরেই বৃষ্টি চলছে। শুক্র-শনিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বিরাট আপডেট! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, এই সময় DA বৃদ্ধির ঘোষণা হতে চলেছে
আগামীকাল কেমন থাকবে আবহাওয়া: বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাল সতর্কতা। এদিন কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৩০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গতকাল।