বাংলা হান্ট ডেস্ক: এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছিন্দওয়ারায় (Chhindwara) একটি বিরল প্রজাতির দু’মুখো সাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, জানা গিয়েছে যে, আন্তর্জাতিক বাজারে ওই সাপের দাম হল প্রায় ১০ কোটি টাকা। হ্যাঁ, প্রথমে শুনে ভিরমি খেলেও ঠিক এমনটাই দাবি করেছেন সাপ উদ্ধারকারী অমিত সম্ভারে। জানা গিয়েছে, মোট ৪ কেজি ৪ গ্রাম ওজনের, ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা ওই সাপটি রেড স্যান্ড বোয়া (Red Sand Boa Snake) প্রজাতির। মূলত, লেহরা গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে ওই সাপ। আর সেখান থেকেই সেটিকে উদ্ধার করেন অমিত। ইতিমধ্যেই এই সাপটির ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
কোটি টাকা দাম সাপটির: প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রবিবার বাড়িতে এই বিরল প্রজাতির সাপটি দেখে ওই বাড়ির সদস্যরা অমিতকে খবর দেন। তারপরই অমিত ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। এই প্রসঙ্গে অমিত জানিয়েছেন, রাত ১২ টার দিকে সাপটি উদ্ধারের জন্য ডাক আসে। পান্ডুরনা তহসিলের লেহরা গ্রামে সাপটিকে দেখতে পাওয়ার পরই দ্রুত খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে দেখেন তিনি। ওই সাপটিকে মধ্যপ্রদেশে দু’মুখো সাপ নামেও অভিহিত করা হয়। এটির বিজ্ঞানসম্মত নাম হল Eryx johnii।
পাশাপাশি অমিত দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে এই দু’মুখো বিরল প্রজাতির সাপের দাম প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও, তিনি আরও জানান রেড স্যান্ড বোয়া প্রজাতির সাপ কারোর ক্ষতি করে না এবং এগুলি বিষাক্তও নয়। উল্লেখ্য যে, অমিত এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি সাপ উদ্ধার করেছেন। তাঁর উদ্ধার করা সাপের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপও।
জানুন রেড স্যান্ড বোয়া সম্পর্কিত কিছু চমকপ্রদ তথ্য:
১. এটির বিজ্ঞানসম্মত নাম হল Eryx johnii।
২. এটি একটি বিরল প্রজাতির নির্বিষ সাপ। এই সাপ ওষুধ, প্রসাধনী এবং কালো জাদুতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এগুলির ব্যাপক চাহিদা রয়েছে।
৪. এই সাপগুলি উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারত এবং ভারতীয় দ্বীপপুঞ্জ ছাড়া সমগ্র ভারতে পাওয়া যায়।
৫. সাধারণত এই সাপগুলি “দুই মাথার সাপ” বা “দু-মুখো সাপ” নামেও পরিচিত।
৬. ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী, এই সাপটিকে ধরা হলে এবং এটি সম্পর্কিত কোনো ব্যবসা করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হয়।