বাংলাহান্ট ডেস্ক : ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে গোটা দেশজুড়ে বিভিন্ন স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এই তালিকায় রয়েছে বাংলার একাধিক স্টেশন। পরিকাঠামোগত উন্নতি থেকে শুরু করে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে স্টেশনগুলিকে। রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ ঝাঁ চকচকে স্টেশনে রূপান্তরিত করা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনকে।
১৩.২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুনভাবে এই স্টেশনকে সাজিয়ে তোলার জন্য। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। কাজ সম্পন্ন হওয়ার পর মনে হবে মধ্যমগ্রাম স্টেশন যেন বিদেশের এক টুকরো অংশ। পূর্ব রেল জানাচ্ছে, মধ্যমগ্রাম স্টেশনের শৌচাগার, ওয়েটিং রুম, বসার জায়গা, আলোর মতো পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
আরোও পড়ুন : সময় ৪৫ মিনিট! না এলেই ‘গ্রেফতার’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শোরগোল, কী এমন হল?
বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বিদ্যুৎ সংরক্ষণের জন্য। গ্রানাইট বসানো হচ্ছে মেঝেতে। এছাড়াও স্টেশনে বসানো হচ্ছে ট্রেনের ডিসপ্লে বোর্ড। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় বনগাঁ স্টেশনকেও নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এসি ওয়েটিং রুম তৈরি করা হচ্ছে বনগাঁ স্টেশনে। মেঝেতে বসানো হচ্ছে গ্রানাইট।
শৌচাগার, ওয়েটিং রুম, বসার জায়গার পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। রেল জানাচ্ছে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ২৯.৫৪ কোটি টাকা। অন্যদিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে নৈহাটি স্টেশনকে। এই স্টেশনেও তৈরি করা হবে এসি ওয়েটিং রুম। বসানো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। তার সাথে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে এই স্টেশনে।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট