বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মঙ্গলবার বলেন, ভারতের ম্যাপকে আরও একবার নতুন করে বানানো হবে। যার মধ্যে শুধু পাক অধিকৃত কাশ্মীরই না, গিলগিট-বালতিস্তানকেও ভারতের মধ্যে যুক্ত করা হবে। উনি একটি অনুষ্ঠানে বলেন, ‘আমরা যখন আমাদের সীমান্তের কথা বলি, সেটা আমাদের সীমা না। আমাদের সীমা সেটার থেকেও অনেক বড়। আমি বলছি, এবার আমরা ভারতের মানচিত্রকে আরও একবার বানাব, সেখানে আমরা শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীরই না, গিলগিট-বালতিস্তানকেও ভারতের অংশ হিসেবে দেখাব।” এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর সংসদে বলেছিলেন, জম্মু কাশ্মীর পিওকে আর আকসাই চীনও যুক্ত আছে।
জিতেন্দ্র সিং জম্মু কাশ্মীর সীমান্তে অবস্থিত গ্রাম গুলোতে কেন্দ্রের প্রকল্প পৌঁছে দেওয়ারও কথা বলেন। উনি বলেন, আমরা বিপরীত বিচারধারার মানুষদের সাথে তর্ক-বিতর্ক করব। সিং বলেন, এটা দেখার বিষয় যে, কাশ্মীরের মানুষ তাঁদের সুরক্ষা থাকা জওয়ানদের বিরুদ্ধে কথা বলছে? আমরা আজ এটা নিয়ে প্রশ্ন করার পরিস্থিতিতে আছি। আমরা কেন আমাদের দেশের সম্পদ এরকম মানুষের জন্য বরবাদ করব, যারা দেশের শত্রু?
এর আগে জিতেন্দ্র সিং বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করে ভারতের সাথে যুক্ত করার সময় হয়ে এসেছে। আর এই নিয়ে সাংসদেরাও রাজি। আমরা ভাগ্যবান, কারণ আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া দেখেছি। আমাদের তিন পুরুষ এর জন্য বলিদান দিয়েছে। এবার আমরা এই ঐতিহাসিক পদক্ষেপের পর সকারত্মক ভাবনার সাথে কাজ করব। আর অবৈধ ভাবে অধিকৃত পিওকে-কে স্বাধীনতা দেবো।”