ত্বকে ব্রণ কমিয়ে শীতেও থাকুন ফ্রেশ, ব্যবহার করুন হলুদ

বাংলা হান্ট ডেস্ক :শীত একেবারে দরজায় কড়া নাড়ছে, আর শীত মানেই ত্বকে ব্রণের সমস্যায় ভোগেন অষ্টাদশী থেকে বয়স্করাও ৷যদিও ব্রণর সমস্যা সারা বছরের কিন্তু শীত আসলেই যেহেতু জলের পরিমাণ কম খাওয়া হয় তাই ব্রণর সমস্যা যেন মাথা ছাড়া দিয়ে দাঁড়ায়৷ অনেক সময় দোকানের প্রসাধনী কিনে ব্রণ সারানোর চেষ্টা করেন মেয়েরা কিন্তু এ বার শীতে ব্রণ থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় অবলম্বন করে দেখুন, তাতে শীতে একে বারেই ফ্রেশ থাকুন৷ কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দুধ মধু নিম পাতা হলুদের মতো বেশ কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্রণ এবং ব্রণের কালো দাগ ছোপ তুলে দিয়ে শীতের বসন্তের সোনালি আভা দেবে৷ তাই ব্রণ কমাতে হলুদ ব্যবহার করুন এই সাতটি উপায়ে-turmeric

1. নিম হলুদ- ত্বকের পরিচর্যা করতে অনেকেই মিমের সঙ্গে হলুদ বাটা ব্যবহার করে থাকেন, তবে শুধুমাত্র ত্বককে ফ্রেশ রাখতেই নয় ত্বকের ব্রণ পুরোপুরিভাবে দূর করতে নিম হলুদের গুণাগুণ জুরি মেলা ভার৷

2. হলুদ বেসন- এক টেবিল চামচ বেসনের সঙ্গে এক টেবিল চামচ হলুদ মিশিয়ে নিয়ে তাতে গোলাপ জল টক দই মিশিয়ে ব্রতে লাগিয়ে রাখুন তার পর পনেরো মিনিট পরে সেটি ধুয়ে ফেলুন৷ চিরতরে ব্রণ বিদায় হবে৷

3. হলুদ মধু- কিছুটা হলুদ এবং মধু নিয়ে মিশিয়ে প্রতিদিন একবার করে স্নানের আগে ব্রণর জায়গায় লাগিয়ে ধুয়ে ফেলুন৷

4. দুধ হলুদ- দুই টেবিল চামচ দুধের সঙ্গে আধ চা চামচ হলুদ মিশিয়ে ভ্রুতে লাগান তারপর দশ মিনিট রেখে সেটি ধুয়ে ফেলুন৷

5. হলুদ অ্যালোভেরা- অ্যালোভেরা জুসের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে তা ব্রণর জায়গায় লাগিয়ে দশ মিনিট রেখে দিন এটি এক দিন অন্তর করলে ভাল ফল পাবেন৷

6. লেবু হলুদ- এক টেবিল চামচ লেবুর রস আধ চা চামচ হলুদ মিশিয়ে নিয়ে তা ব্রণর জায়গায় লাগিয়ে দিন৷

7. দই হলুদ- দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে ব্রণর জায়গায় লাগিয়ে তা কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন, কাজটি সপ্তাহে দুদিন করলেই ফল পাবেন৷

সম্পর্কিত খবর