তীব্র অশান্তি রাজ্যজুড়ে! প্রায় ৭০০ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের, মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

বাংলা হান্ট ডেস্ক : বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission)। কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ফের ভোট হবে রাজ্যের একাধিক বুথে। পঞ্চায়েত নির্বাচনে তুমুল অশান্তির সাক্ষী থেকেছে গোটা রাজ্যে। ঝামেলার সূত্রপাত সেই মনোনয়ন পর্ব থেকেই। চরম অশান্তির বলি প্রায় ৩০টি তাজা প্রাণ। উঠেছে একে অপরের উপর দোষারোপের ঝড়।

পঞ্চায়েত নির্বাচনে চলেছে দেদার অশন্তি। বিরোধীদের দাবি এর মূলে রয়েছে রাজ্যের শাসক। তারাই চরম গন্ডগোল করে সমস্যা সৃষ্টি করেছে নির্বাচনে। অপর দিকে তৃণমূলের দাবি সবকিছুই করেছে। আর এর জেরেই আজ জোড়াফুল শিবিরের পক্ষ থেকে ফের নির্বাচনের আবেদন করা হয়।

election

শাসক দলের সেই আবেদনকে মান্যতা দিয়েই এবার পুনর্নিবাচনের ঘোষনা করল নির্বাচন কমিশন। ২২ টি জেলার মোট ৬৯৭টি বুথে ফের হতে চলেছে নির্বাচন। আগামী কাল অর্থাৎ ১০ জুলাই সোমবার সকাল ৭টা থেকে এই সমস্ত বুথে ভোগ গ্রহণ করা হবে। দেখে নেওয়া যাক কোন জেলায় কতগুলি বুথে পুনর্নিবাচন হবে।

পুরুলিয়া – ৪
নদিয়া – ৮৯
মুর্শিদাবাদ – ১৭৫
পশ্চিম মেদিনীপুর – ১০
বীরভূম – ১৪
জলপাইগুড়ি – ১৪
উত্তর ২৪ পরগণা – ৪৬
আলিপুর দুয়ার – ১
হাওড়া – ৮
দক্ষিণ ২৪ পরগণা – ৩৬
পূর্ব মেদিনীপুর – ৩১
কুচবিহার – ৫৩
উত্তর দিনাজপুর – ৪২
দক্ষিণ দিনাজপুর – ১৮
মালদা – ১১০
পূর্ব বর্ধমান – ৩
পশ্চিম বর্ধমান – ৬
বাঁকুড়া – ৮
হুগলি – ২৯

এদিকে, আজ রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনই খবর রাজভবন সূত্রে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে জেলায়-জেলায় ঘুরেছেন রাজ্যপাল। হিংসায় আক্রান্তদের পরিবারের সঙ্গে নিজে গিয়ে দেখা করে এসেছেন। গ্রাউন্ড জিরোর রিপোর্ট তৈরি করেছেন নিজেই। স্বরাষ্ট্রমন্ত্রকে সেই রিপোর্টই তিনি দিতে চলেছেন বলে বলে জানা যাচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর