Reels বানিয়েই ১.৫ লাখ! এই স্টেশনে শ্যুট করলেই মিলবে ‘সরকারি গিফট্’! কিভাবে অ্যাপ্লাই করবেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় রিলস। অনেকের কাছে রিলস (Reels) তৈরি করা অনেকটা নেশার মতো। বাসে-ট্রামে হোক কিংবা কোনও অনুষ্ঠান বাড়িতে, রিলস তৈরি করে অনেকে জনপ্রিয়তাও লাভ করেছেন। এবার সরকারের পক্ষ থেকে আয়োজন করা হল একটি রিলস প্রতিযোগিতার।

Reels বানান, পুরস্কার পান

এই প্রতিযোগিতায় জয়লাভ করলে রয়েছে মোটা টাকা জেতার হাতছানি। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি-এর আয়োজন করা এই প্রতিযোগিতার নাম ‘নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন’ (Namo Bharat Short Film Making Competition)। শর্ট ফিল্ম বা রিলস তৈরি করতে হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।

Reels

প্রতিযোগিতার শর্ত অনুযায়ী, সেই শর্ট ফিল্ম বা রিলসে থাকতে হবে নমো ভারত ট্রেন এবং আরআরটিএস বা রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম স্টেশন। কলেজ পড়ুয়া থেকে চাকুরীজীবী, কর্পোরেট থেকে গৃহবধূ মহিলা, এই প্রতিযোগিতার দরজা খোলা রয়েছে সবার জন্য। শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে ভারতীয় রেলের আধুনিক পরিবহণ ব্যবস্থাকে।

আরোও পড়ুন : রেডি রাখুন মোটা সোয়েটার! তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় খবর

বিনামূল্যে হাই কোয়ালিটি ভিডিও তোলার অনুমতি থাকে আরআরটিএস স্টেশন এবং নমো ভারত ট্রেনে। প্রতিযোগিতায় যারা অংশ নেবেন তাদের ভিডিও জমা দিতে হবে ইংরেজি বা হিন্দি ভাষায়। MP4 বা MOV ফর্ম্যাটে তৈরি রিলে ন্যূনতম রেজোলিউশন থাকতে হবে 1080p। ২০ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে রিল।

pr@ncrtc.in- এই এড্রেসে ইমেইল মারফত যোগাযোগ করতে হবে প্রতিযোগীদের। বিষয়ের জায়গায় লিখতে হবে – “অ্যাপ্লিকেশন ফর নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন”। ইমেইলে উল্লেখ করতে হবে নির্মাতার নাম, ১০০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত কাহিনী ও রিলসটির সময়সীমা।

Reels

এই প্রতিযোগিতায় (Competition) প্রথম স্থান অধিকারীকে দেড় লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে এক লক্ষ টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ৫০০০০ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও বিজয়ীদের রিলসগুলি (Reels) দেখানো হবে এনসিআরটিসির ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X