স্কুলে যাননি আবার বেতন কীসের! আদালতে শিক্ষককে ধমক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির

   

বাংলাহান্ট ডেস্ক : একটি হিন্দি মিডিয়াম স্কুলের শিক্ষক অভিষেক প্রসাদ কলকাতা হাইকোর্টে বেতন না মেলার অভিযোগ নিয়ে মামলা দায়ের করেন। শুক্রবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকের করা এই মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেন, “স্কুলে যাননি, বেতন আবার কিসের?”

সূত্রের খবর, এই মামলা শোনার পর সরাসরি খারিজ করে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ছাত্রদের পড়ানোর জন্য একজন শিক্ষককে নিয়োগ করা হল। কিন্তু তিনি সেই দায়িত্ব পালন করলেন না। স্কুলে গেলেন না। মানলেন না কোনো নিয়ম। এখন বেতন চাইতে এসেছেন?” পাশাপাশি তিনি আরো বলেন, কোন নির্দেশ আমি দেবো না। সামাজিক প্রেক্ষিতে সরাসরি এই মামলা খারিজ করব।

জানা গেছে, অভিষেক প্রসাদ হাওড়ার একটি হিন্দি মিডিয়াম স্কুলে শিক্ষকতার চাকরি পান। কিন্তু আলসারের কারণ দেখিয়ে তিনি তার কাজে যাননি। এক বছর পর যোগ দিতে যান স্কুলে। কিন্তু স্কুল তার চাকরি ফিরিয়ে দেয়নি। বেতনের টাকাও দেওয়া হয়নি স্কুলের পক্ষ থেকে। এরপরেই অভিষেক তার বেতনের টাকা ফেরতের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন। তার মামলা খারিজ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই বার্তা সমাজের কাছে পৌঁছানো দরকার।

abhijit ganguly

বস্তুত বেশ কয়েক মাস ধরে তার বিচার কার্যের জন্য খবরের শিরোনামে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক শুনানি সারা ফেলে দিয়েছে সমাজের প্রতিটি স্তরে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর