স্বপ্নভঙ্গ! ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ভারতের কাছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরের রাউন্ডে যাওয়া হল না ভারতের। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে লেন ডঙ্গেলের করা গোলে হার বাঁচাল ভারতের। কিন্তু হার বাঁচানো গেলেও বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ভারতের কাছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ ড্র করার সুবাদে পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচটি জিততেই হত ভারতকে। কিন্তু ম্যাচে প্রথমে গোল খেয়ে প্রায় হেরেই যাচ্ছিল ভারত, ম্যাচের একেবারে শেষ লগ্নে ইনজুরি টাইমে লেনের গোলের জন্য কোনো রকমে সম্মান বাঁচালো ভারতের।
বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হওয়ার সাথে সাথে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাওয়াও এই মুহূর্তে বেশ কঠিন হয়ে গেল ভারতীয় ফুটবল দলের কাছে। পরের দুটি ম্যাচ জিতে ভারত যদি ছয় পয়েন্ট সংগ্রহ করতে পারে তবুও আসার আলো খুব কম ভারতের।
কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেন যে, কোচ ইগর স্টিম্যাক খুবই ভালো একজন কোচ কিন্তু আমরা কোচের পরিকল্পনা মত খেলতে পারছি না, মানিয়ে নিতে একটু সময় লাগবে। গতকাল ভারতীয় দলের খেলা দেখে সুনীল ছেত্রীর সেই কথায় বারেবারে মনে পড়ছিল ভারতীয় ফুটবল ভক্তদের মধ্যে।
এইদিন কোচ ইগর স্টিম্যাক 4-3-3-1 ছকে দল সাজিয়ে ছিলেন। কিন্তু ম্যাচের শুরু থেকেই ছন্দ পতন হতে শুরু হয় ভারতীয় দলের। ম্যাচের প্রথম দশ মিনিট কিছুটা ভালো খেললেও তার পরেই হারিয়ে যায় ভারতীয় দল। একের পর এক মিস পাস, ডিফেন্সের ভুল ক্লিয়ারেন্সের জেরে ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছিল ভারত। অন্যদিকে বিপক্ষ দল তত চেপে বসছিল।
প্রথমার্ধের ইনজুরি টাইমে জেলফি নাজারি দুর্দান্ত গোল করে এগিয়ে দেয় আফগানিস্তান কে। ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারত ম্যাচে কিছুটা দখল বাড়ালেও গোলের রাস্তা খুলতে পারছিল না ভারত। অবশেষে ম্যাচের একেবারে শেষ লগ্নে লেনের করা গোলের সুবাদে ম্যাচে সমতা ফেরায় ভারত সেই সাথে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতের।