বাংলা হান্ট ডেস্কঃ বছরের নানা সময়ে কেন্দ্র সরকার নানা ধরণের স্কিম নিয়ে আসে। যাতে করে উপকৃত হন কৃষক, শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষ এবং দরিদ্র মানুষজন। সমাজের এই শ্রেণীর মানুষদের আর্থিক দিক থেকে সহায়তা দেওয়ার জন্য কেন্দ্র সরকার নানা ধরনের স্কিম চালু করে। তার মধ্যে একটি হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন স্কিম (PM-SYM)।
২০১৯ সালে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার। নাগরিকদের মাসিক পেনশনের আকারে বৃদ্ধ বয়সে সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যেই এই স্কিম চালু করে মোদী সরকার। আর এই স্কিমের অধীনে উপভোক্তার ৬০ বছর বয়স হয়ে গেলেই, মাসিক ৩০০০ টাকা করে বেতনের ব্যবস্থাও করা হয়েছে।
এক সমীক্ষায় জানা গিয়েছে, গত ২৬ শে নভেম্বর পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় ৪৬ লক্ষ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করে ফেলছেন। সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৪৫৭৭২৯৫ জন।
এই প্রকল্পের অধীনে উপভোক্তা প্রতিদিন মাত্র ২ টাকা করে বিনিয়োগ করতে পারবেন। আর ৬০ বছর বয়স হয়ে গেলেই মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন উপভোক্তা। আবার এই প্রকল্পের অধীনে গ্রাহকরা নিজেদের বয়স অনুযায়ী অর্থ বিনিয়োগও করতে পারবেন।
উপভোক্তার বয়স ১৮ বছর হলে প্রতি মাসে ৫৫ টাকা করে, ১৯ বছর হলে মাসিক ১০০ টাকা করে এবং ৪০ বছর বয়সের গ্রাহকদের ক্ষেত্রে প্রতি মাসে ২০০ টাকা করে বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র শ্রমিক, ড্রাইভার, গৃহকর্মী, মুচি, দর্জি, রিকশা চালক শ্রেণীর মানুষজন।
গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কোন ব্যক্তি অর্থ জমা করার পর পেনশন পাওয়ার আগেই মারা যান সেক্ষেত্রে তাঁর সঞ্চিত অর্থ কিভাবে ফেরত পাবেন তাঁর পরিবার? সরকার জানিয়েছে, এক্ষেত্রে পেনশন পরিষেবা শুরুর আগেই সুবিধাভোগী মারা গেলে, তাঁর স্ত্রী পেনশনের ৫০ শতাংশ অর্থ পাবেন। আপনিও কেন্দ্রের এই সুবিধা পেতে চাইলে এখুনি প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন স্কিমের আবেদন করুন।