একধাক্কায় পুরো ৮ গুন বেড়ে গেল খরচ, মাথায় হাত গাড়ির মালিকদের

বাংলা হান্ট ডেস্কঃ গাড়ি থাকলে তার পিছনে মাথাব্যাথা থাকবে সেটা স্বাভাবিক তবে নতুন যে নিয়ম জারি হতে চলেছে তাতে সেই ব্যাথা বাড়বে বরং কমবে না। জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকে পনেরো বছরের বেশি পুরানো যেসকল যানবাহন রয়েছে তার রেজিস্ট্রেশনের খরচ বর্তমানের চেয়ে প্রায় আট গুণ বেশি হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের এই আদেশের পর নড়েচড়ে বসেছে সকল গাড়ি ব্যবহারকারীরা।

জানা যাচ্ছে, এপ্রিল মাসের এক তারিখ থেকে পনেরো বছর পূর্ণ হওয়া সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নতুন করে করার জন্য 5,000 টাকা খরচ করতে হবে। যেখানে বর্তমান খরচ হলো মাত্র 600টাকা। এ গেলো চার চাকা! দু-চাকার ক্ষেত্রে 300 টাকার পরিবর্তে ভবিষ্যতে 1,000 টাকা করে খরচ হবে বলে খবর।

   

এছাড়া নিয়ম অনুযায়ী, যদি কোনো গাড়ির মালিক তার গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণে দেরি করেন তবে প্রতি মাসে তাকে অতিরিক্ত 300 টাকা দিতে হবে। যেখানে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে জরিমানার অংক প্রতি মাসে 500 টাকা। মন্ত্রকের জারি করা নিয়মে বলা হয়েছে যে 15 বছরের বেশি পুরানো ব্যক্তিগত গাড়িগুলিকে এবার থেকে প্রতি পাঁচ বছর বাদে বাদে নবীকরণের জন্য আবেদন করতে হবে। পুরোনো পরিবহন ও বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে ফিটনেস পরীক্ষার খরচ এপ্রিল মাস থেকে বাড়তে চলেছে। ট্যাক্সিতে যেমন 1,000 টাকার পরিবর্তে 7,000 টাকা এবং বাসের ক্ষেত্রে 1,500 টাকার পরিবর্তে 12,500 টাকা নেওয়া হবে৷

দিল্লিতে দূষণের সমস্যাও সর্বজনবিদিত। এক্ষেত্রে সেখানকার বায়ু দূষণের গুরুতর সমস্যা মোকাবিলা করার জন্য ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালের 2015 এবং সুপ্রিম কোর্টের 2018 সালের আদেশ অনুযায়ী বলা হয় যে 10 বছরের বেশি পুরানো কোনো ডিজেল গাড়ি এবং 15 বছরের বেশি পুরনো পেট্রোল গাড়ি এখানে চালানো যাবেনা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর