সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে ক্রমশই জল ঘোলা হয়েই চলেছে। সিবিআই এর হাতে তদন্তভার যেতেই জানা যায়, মাদক চক্র জড়িয়ে রয়েছে সুশান্তর মৃত্যুতে। এবার প্রকাশ্যে এলো রেহা ও সৌভিক চক্রবর্তীর মাদক নিয়ে করা হোয়াটসঅ্যাপ চ্যাট। দুই ভাইবোন মাদকের কথা আলোচনার পর সেই চ্যাট ডিলিট করে ডিলিট করে দেওয়া হলেও পরে তা উদ্ধার করে সিবিআই।
সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত 15 ই মার্চ রেহা চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তী মধ্যে কথোপকথন হয়। সেখান থেকে জানা যায়, মাদক বিক্রির সঙ্গেও জড়িত ছিল রেহা চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী।
নেশার পাশাপাশি মাদকের ব্যবসাও চালাতেন রেহার ভাই বলে অভিযোগ। সেখানে স্পষ্টভাবে পাঁচগ্রাম ‘বাড’ ও কুড়িটি ‘ডুবস’ এর মত শব্দ একাধিকবার উঠে এসেছে।
এদিকে জেরায় জায়েদ দাবি করেন, সৌভিক চক্রবর্তী সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। নারকটিকস কন্ত্রল ব্যুরোর তরফ বুধবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তিন মাদক কারবারীদের। সেখানে জানা যায়,এই মাদক কারবারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সৌভিক চক্রবর্তী।
জানা গিয়েছে, সৌভিক সুশান্তর হাউস ম্যানেজার মিরান্ডাকে বসিতের কাছে পাঠাতেন মাদক সংগ্রহ করার জন্য। বসিতের কাছ থেকে তিনি যে মাদক সংগ্রহ করতেন সেটাই কি পানির সঙ্গে মিশিয়ে সুশান্তকে খাওয়ানো হতো, উঠেছে এমন প্রশ্ন! খুব শীঘ্রই রেহা চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তী কে জিজ্ঞাসাবাদের জন্য নারকটিকস কন্ত্রল ব্যুরোর তরফ থেকে ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে।