বাংলাহান্ট ডেস্ক : বলিউডের এক সময়ের সবথেকে চর্চিত জুটি হলেও এখন পরস্পরের বিষয়ে কোনো মন্তব্য করতে শোনা যায় না অমিতাভ বচ্চন এবং রেখাকে (Rekha)। এক সময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম জুটি ছিলেন তাঁরা। কিন্তু ‘সিলসিলা’র পর থেকে আর কোনো ছবিতেই তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। এমনকি পরস্পরের নামও উচ্চারণ করতে দেখা যায় না তাঁদের। তবে সম্প্রতি রেখার (Rekha) মুখে উঠে এল অমিতাভের প্রসঙ্গ।
কপিলের শোতে অভিজ্ঞতা শেয়ার রেখার (Rekha)
কপিল শর্মার শোতে অতিথি হয়ে এসেছিলেন রেখা (Rekha)। সেখানেই তিনি জানিয়েছিলেন, কউন বনেগা ক্রোড়পতির একটি পর্বও মিস করেন না তিনি। ওই পর্বে এক অনুরাগী রেখাকে (Rekha) প্রশ্ন করেছিলেন, সুহাগ ছবির ‘ও শেরোওয়ালি’ গানে তিনি এত সুন্দর ডান্ডিয়া কীভাবে খেললেন?
অমিতাভকে নিয়ে মন্তব্য অভিনেত্রীর: জন্মসূত্রে রেখা (Rekha) দক্ষিণ ভারতীয়। অথচ ও শেরোওয়ালি গানে তাঁর ডান্ডিয়া দেখে বোঝার উপায় ছিল না যে তিনি দক্ষিণ ভারতীয় নাকি গুজরাটি। কী করে পারলেন? গানে রেখার (Rekha) সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভকে। তবে অনুরাগীর প্রশ্নের উত্তরে অমিতাভের নাম না করেই অভিনেত্রী বলেন, ‘এটা ভাবুন যে যাঁর সঙ্গে আমি ডান্ডিয়া খেলছিলাম তিনি কে ছিলেন! ভালো খেলব না তো কী করব? ডান্ডিয়া পারি না পারি, সামনে এমন মানুষ চলে আসলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমনিই নেচে ওঠে’।
আরো পড়ুন : রায়বাঘিনী ননদিনী, শ্বেতার কলকাঠিতেই ভাঙতে বসেছে ঐশ্বর্যর সংসার! ফাঁস অন্দরের গল্প
রেখা অমিতাভ জুটি নিয়ে ছিল উন্মাদনা: উল্লেখ্য, ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল সুহাগ ছবিটি। সেই বছরের সবথেকে বেশি আয় করা ছবিও ছিল এটি। অমিতাভ রেখার (Rekha) জুটি সে সময় পর্দায় আসলেই তা হিট হয়ে যেত। উপরন্তু তাঁদের বাস্তব জীবনের সম্পর্কের গুঞ্জন ছবির ব্যবসার পক্ষেই ইতিবাচক হয়ে দাঁড়িয়েছিল।
আরো পড়ুন : দিলজিতের শোতে মদ-মাদক-লভ জিহাদের অভিযোগ! ‘কারোর বাপের নয় হিন্দুস্তান’, মঞ্চ থেকেই হুঙ্কার দিলজিতের
প্রসঙ্গত, এর আগে অমিতাভের বিষয়ে রেখা বলেছিলেন, অমিতাভ বচ্চন এক অভিজ্ঞতা। তাঁর মতো সকলের জীবনে অমিতাভের মতো একজন রোল মডেল থাকুক, এটাই কামনা করেন রেখা।