বাংলা হান্ট ডেস্ক: অনেকেই মনে করেন গ্ল্যামার ওয়ার্ল্ড মানে শুধু লাইট, ক্যামেরা, অ্যাকশন সেই সাথে পপুলারিটি। কিন্তু যেমন এর ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে কন্ট্রোভার্সি। এই তালিকায় বাদ নেই কেউই। তবে তার মধ্যে অন্যতম হচ্ছেন রেখা (Rekha) এবং অমিতাভ বচ্চন। একসময় এই জুটি বলিউডের পর্দা কাঁপাতো। দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে কম জল গড়ায়নি। এমনকি রেখার সিঁথির সিঁদুর পরা নিয়ে বিগ বি-এর সাথে নাম জড়ায় বহুবার। কিন্তু এরমধ্যে জানা গেলো অভিনেত্রী অমিতাভের জন্য নয়, বরং তিনি সিঁদুর পরেন বলিউডের এই অভিনেতার নামে। যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রেখার।
রেখার (Rekha) সাথে বলিউডের এই অভিনেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল:
এখনো রেখার (Rekha) সিঁদুর পরা নিয়ে কম জল্পনা তৈরি হয়না। আজও এই নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কিন্তু এবার জানা গেল, অভিনেত্রী বলিউডের এই অভিনেতার সাথেই গাঁটছড়া বেঁধেছিলেন। তাদের দুজনের সাথে সম্পর্ক ছিল বেশ মজবুত। কিন্তু সবটাই লোক চক্ষুর আড়ালে। ঘুনাক্ষরেও টের পাওয়া যায়নি দুজনের সম্পর্কের কথা। তিনি আর কেউ নন সকলের প্রিয় সঞ্জয় দত্ত। হ্যাঁ ঠিকই শুনছেন, অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে নাম জড়িয়ে ছিল রেখার।
কাজ করতে গিয়ে দুজনে সম্পর্কে জড়িয়ে পড়েন: বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়িয়েছিলেন দুজনে। সালটা ১৯৮৪, সেই সময় “জামিন আসমান” ছবিতে অভিনয় করতে গিয়ে দেখা হয় দুজনের। আর তারপর থেকেই শোনা যায় সঞ্জয় দত্ত এবং রেখা (Rekha) ধীরে ধীরে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই নিয়ে বিভিন্ন রকমের গল্পও তৈরি হয়। কিন্তু তাতে পাত্তা দেননি দুজনের কেউই।
আরও পড়ুনঃ ‘সাইড করা বা সরিয়ে দেওয়া..,’ পদ খোয়ানোর পর এবার মুখ খুললেন ফিরহাদ
এমনকি জানা যায়, তারপর থেকেই নাকি রেখা (Rekha) সিঁদুর পরা শুরু করেন। দুজনের সম্পর্কের কথা অভিনেতার মা নার্গিস দত্তের কানে পর্যন্ত আসে। তাদের এই সম্পর্ককে ভালো চোখে দেখেছিলেন না অভিনেতার মা। উল্টে রেখাকে বিভিন্ন রকমের কটাক্ষ করতেন তিনি, এমন খবরও শোনা যায়।
গোপনে বিয়ে করেছিলেন দুজনে: শোনা যায়, দুজনে প্রেমের সম্পর্ক নাকি বিয়েতে পরিণতি পেয়েছিল। কিন্তু সবটাই নাকি ঘটেছিল গোপনে। ছবি শেষ হতে না হতেই রেখার সিঁথিতে সিঁদুর দেখে সকলেই বিভিন্ন রকমের মন্তব্য করা শুরু করে। তারপরও রেখা (Rekha) এবং সঞ্জয় দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। এখনো অনেকেই মনে করেন, যে রেখা নাকি অমিতাভ বচ্চনের নামেই সিঁদুর পরেন। তবে সবটাই রটনা। এখনো পর্যন্ত এই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, বলা ভালো খোলসা করেনি অভিনেত্রী।