ক্ষমতায় নেই কেজরি! এবার কী হবে সাধের শিশমহলের? বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : একটা সময়ে জন আন্দোলনের মাধ্যমে দিল্লির সাধারণ মানুষের মন জিতে নিয়েছিলেন আদ্যপ্রান্ত সাদামাটা অরবিন্দ কেজরিওয়াল। তবে দিল্লির শেষ বিধানসভা নির্বাচনে আপ বিরোধী বিজেপির অন্যতম বড় রাজনৈতিক হাতিয়ার ছিল কেজরিওয়ালের সাধের আবাসভবন। এবার রেখা (Rekha Gupta) মসনদে বসতেই সেই আবাসভবন নিয়েই বড় সিদ্ধান্ত নিল দিল্লির বিজেপি সরকার।

শিশমহল নিয়ে রেখার (Rekha Gupta) মত

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নতুনভাবে সাজিয়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনকে। লক্ষ লক্ষ টাকা খরচ করে অরবিন্দ কেজরিওয়াল ভোল পাল্টে দিয়েছিলেন সেই বাসভবনের। ‘সাদামাটা’ মুখ্যমন্ত্রীর এহেন ‘রংচঙে’ বাসভবন প্রশ্ন জাগিয়েছিল সাধারণ মানুষের মনে। বিজেপি নেতারা কটাক্ষ করে কেজরিওয়ালের বাসভবনের নাম দিয়েছিলেন ‘শিশমহল।’

আরোও পড়ুন : হাতে মাত্র ৩ দিন! রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! এবার জোর বিপাকে BJP বিধায়ক হিরণ?

‘শিশমহল’ ইস্যু যে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে (Bharatiya Janata Party) অক্সিজেন জুগিয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত। তবে দিল্লিতে পালাবদলের পরই প্রশ্ন উঠেছিল যে কেজিওয়ালের সাজানো ‘শিশমহল’ই কি হতে চলেছে নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসস্থান? বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ফের এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে পদ্ম শিবিরেও।

আরোও পড়ুন : প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে রাজ্যে! বড় ঘোষণা মমতার

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) রেখা গুপ্ত (Rekha Gupta) জানিয়েছেন, ‘আমরা শিশমহলকে জাদুঘরে রূপান্তর করব এবং তার পাশাপাশি দিল্লির নাগরিকদের দেওয়া প্রধানমন্ত্রীর সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব।’ এরইসাথে রেখা গুপ্ত  জানান, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবে তাঁর সরকার।

Rekha Gupta comments on sheesh Mahal.

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে দিল্লির মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করবে বিজেপি সরকার। আজ বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ নেওয়ার আগেই রেখা গুপ্ত (Rekha Gupta) জানান, আগামী ৮ই মার্চ নারী দিবসের আগেই মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ২৫০০ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর