পরিণতি পায়নি সম্পর্ক, তবু এত বছর পরেও অটুট প্রেম! অমিতাভের সঙ্গে এখনো দেখা হয় রেখার!

বাংলাহান্ট ডেস্ক : রেখা (Rekha) এবং অমিতাভ বচ্চন। পরিণতি না পেলেও দশকের পর দশক ধরে চর্চার পর অমর হয়ে গিয়েছে এই সম্পর্ক। দুজনের অনস্ক্রিন জুটি বলিউডে আইকনিক। অফস্ক্রিনেও হয়েছিল মন দেওয়া নেওয়া। কিন্তু তাঁরা এক হতে পারেননি। অমিতাভ বিয়ে করেছিলেন বটে জয়াকে, কিন্তু তাঁদের পরকীয়ার গুঞ্জন তখনো যেমন ছিল ইন্ডাস্ট্রিতে, আজো তার চর্চা চলে একই রকম ভাবে।

অমিতাভকে না পেয়ে অন্যত্র বিয়ে করেন রেখা (Rekha)

তবে অমিতাভ, জয়া কিংবা রেখা (Rekha), সে সময় কেউই এই গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। জয়া শক্ত ভাবে ধরেছিলেন নিজের সংসারের হাল। স্বামীকেও ফিরিয়ে এনেছিলেন পরিবারের সদস্যদের মাঝে। অন্যদিকে রেখা (Rekha) পরবর্তীতে বিয়ে করেছিলেন ঠিকই। কিন্তু ঘর বাঁধতে না বাঁধতেই তা ভেসে গিয়েছিল। ব্যবসায়ী স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর পর আর কখনো ছাঁদনাতলায় যাননি রেখা। কিন্তু তাঁর সিঁথির সিঁদুর রয়ে গিয়েছে তাঁর স্টাইল স্টেটমেন্টের অংশ হিসেবে।

Rekha still watches amitabh Bachchan

এখনো টান রয়েছে একই রকম: ‘সিলসিলা’র পর থেকে আর কখনো একসঙ্গে কাজ করেননি অমিতাভ রেখা (Rekha)। তবে অভিনেতার বিষয়ে একাধিক বার মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি নাম না নিয়েই রেখা স্বীকার করেছেন যে তিনি বিবাহিত মানুষের প্রেমে পড়েছিলেন। সেই মানুষটি যে অমিতাভ বচ্চন তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এমনকি এত বছর পরেও বিগ বির প্রতি প্রেমটা একই রকম রয়েছে রেখার (Rekha)। তাঁর একটি কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে সবটা।

আরো পড়ুন: বক্স অফিসে দাপট হরর কমেডির, আগামীতে মুক্তির অপেক্ষায় ৪ টি দুর্দান্ত ছবি

অমিতাভকে চোখে হারান অভিনেত্রী: সম্প্রতি কপিল শর্মার শো তে এসেছিলেন রেখা (Rekha)। সেখানেই কথায় কথায় ওঠে অমিতাভ এবং কউন বনেগা ক্রোড়পতির প্রসঙ্গ। কপিল বলছিলেন কেবিসিতে বিগ বি তাঁর মাকে কী বলেছিলেন। কিন্তু তিনি বলার আগেই রেখা (Rekha) হুবহু বলে দেন অমিতাভের কথাগুলো। এরপরেই সকলকে চমকে দিয়ে অভিনেত্রী জানান, তিনি কেবিসির প্রতিটি পর্বই দেখেন। এমনকি প্রতিটি সংলাপও মুখস্থ তাঁর।

আরো পড়ুন: জাতীয় সঙ্গীতের পর বিশ্ব সঙ্গীত লেখার অনুরোধ, কী উত্তর দিয়েছিলেন রবি ঠাকুর? জানালেন দিলজিৎ

প্রসঙ্গত, এর আগে অমিতাভের বিষয়ে রেখা বলেছিলেন, অমিতাভ বচ্চন এক অভিজ্ঞতা। তাঁর মতো সকলের জীবনে অমিতাভের মতো একজন রোল মডেল থাকুক, এটাই কামনা করেন রেখা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর