স্বামীর মৃত্যুর পরেও সিঁদুর পরে ঋষি কাপুরের বিয়েতে উপস্থিত রেখা! জয়ার মুখটা ছিল দেখার মতো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের এভারগ্রিন বিউটি রেখা (Rekha)। তাঁর কাছে এসে বয়স যেন থমকে দাঁড়ায়। সোনালি জমকালো কাঞ্জিভরম শাড়ি, কালো রেশমি চুলে বড়সড় খোপা, সিঁথিতে সিঁদুর আর টকটকে লাল লিপস্টিক। বছরের পর বছর ধরে রেখাকে একই রকম ভাবে দেখে চলেছে সবাই। বিশেষ করে তাঁর সিঁথির সিঁদুর নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

দীর্ঘ ফিল্মি কেরিয়ারে ১৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রেখা। কম সম্পর্কেও জড়াননি তিনি। দুবার বিয়ে, বিচ্ছেদের পরে বার্ধক‍্যে এসে সিঙ্গল জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। কিন্তু স্বামী না থাকলেও সিঁথিতে সিঁদুর পরা ছাড়েননি তিনি। কিন্তু কার জন্য সিঁদুর পরেন রেখা? কবে থেকেই বা সিঁদুর পরা শুরু করেন তিনি?

প্রথমে বিনোদ মেহরার সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শাশুড়ি মা মেনে নেননি সম্পর্কটা। পরবর্তীকালে রেখা ওই বিয়ে অস্বীকার করেন। এরপর আবার ব‍্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে করেন রেখা। কিন্তু তাঁর অভিনয় কেরিয়ার পছন্দ ছিল না মুকেশের। দুজনের বিচ্ছেদের পর আত্মহত‍্যা করেন মুকেশ।

দু দুবার বিয়ে ভেঙেছে রেখার। কিন্তু মুকেশের মৃত্যুর পরেও রেখাকে সিঁদুর পরতে দেখা গিয়েছিল। প্রথম বার ঋষি ও নীতু কাপুরের বিয়েতে এক রকম নববধূর মতো সেজে এসেছিলেন তিনি। ‘বিধবা’ রেখার সিঁথিতে সিঁদুর দেখে কার্যত বোমা পড়ার মতো পরিস্থিতি হয়েছিল বিয়ে বাড়িতে। সে সময়ে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল খবরটা।

অমিতাভ এবং স্ত্রী জয়াও ছিলেন সেই বিয়ে বাড়িতে। রেখাকে ওই সাজে দেখে রীতিমতো বিরক্ত হয়েছিলেন বচ্চন পত্নি। আসলে অমিতাভ রেখার পরকীয়া সম্পর্ক তো কারোর অজানা ছিল না ইন্ডাস্ট্রিতে। তো এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে বিগ বি-ই হয়তো গোপনে বিয়ে করেছেন রেখাকে।

সে সময়ে অবশ্য কারোর রেখাকে এ নিয়ে প্রশ্ন করার সাহস হয়নি। কিন্তু অনেক পরে এক স‌ংবাদ মাধ‍্যম প্রশ্নটা রেখেছিল অভিনেত্রীর কাছে, কার নামে নিজের সিঁথি রাঙান রেখা? তাঁর উত্তর ছিল, তিনি যেখানকার মেয়ে সেখানে সিঁদুর পরা একটা ফ‍্যাশনের অঙ্গ।

সম্পর্কিত খবর

X