বাংলাহান্ট ডেস্ক: ভারত তথা বিশ্বের অন্যতম ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর সম্পত্তির ব্যাপারে অনেক তথ্যই নানা সময়ে প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন বা অভ্যাসগুলি নিয়ে তেমন কিছু জানা যায় না। ফলে তাঁকে ঘিরে বরাবরই মানুষের কৌতূহল থাকে। আজ আমরা তাঁর এমন একটি অভ্যাসের ব্যাপারে জানাবো যা জানলে আপনি চমকে যাবেন। এত বড় মাপের একজন মানুষের এই অভ্যাসটির ব্যাপারে জানলে সত্যিই অবাক হতে হয়।
আজকের দিনে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সঙ্গে ক্যাশ টাকা রাখতে হয়। প্রায় প্রত্যেকেই আমরা ক্যাশ টাকা সঙ্গে নিয়ে বেরোই। এমনকী, জিনিস্পত্র কেনাকাটার জন্য ক্রেডিট কার্ডও রাখি। কারণ মাসিক কিস্তিতে কোনও জিনিস কিনতে গেলে ক্রেডিট কার্ডের জুড়ি নেই। কিন্তু জানলে অবাক হবেন, এগুলির কোনওটাই ব্যবহার করেন না মুকেশ আম্বানি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ক্রেডিট কার্ড বা ক্যাশ, কোনওটাই ব্যবহার করেন না মুকেশ আম্বানি।
হুরুন বিশ্ব ধনী তালিকায় প্রথম দশে রয়েছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। কোটি কোটি টাকা সম্পত্তি তাঁর। থাকেন মুম্বইয়ের বিলাসবহুল একটি বাড়িতে। কিন্তু তিনি কখনই ক্রেডিট কার্ড বা ক্যাশ ব্যবহার করেন না। কিন্তু কেন? তিনি নিজেই সেই কারণ সম্পর্কে খোলসা করেছেন। একটি সাক্ষাৎকারে আম্বানি বলেছিলেন, “শৈশব থেকে আজ অবধি আমি কখনও নিজের সঙ্গে ক্যাশ টাকা রাখিনি। এমনকী কোনও ক্রেডিট কার্ডও নেই আমার। যদি কিছু কিনতে চাই, তাহলে সঙ্গে সঙ্গেই বিল মিটিয়ে দিই।”
অর্থকে স্রেফ একটি সম্পদের চোখে দেখেন এই ধনকুবের। বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি ক্রেডিট কার্ডও ব্যবহার করেন না। তিনি এই তথ্য দেওয়ার পরেও কেউ যেন তা বিশ্বাসই করতে পারছেন না। তিনি বলেছিলেন, কোথাও তাঁর বন্ধুরা তাঁর হয়ে বিল মিটিয়ে দেন। পরে তিনি তাঁদের সেই বকেয়া অর্থ মিটিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই ভিডিও দেখে এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘আপনি এতটাই ধনী যে আপনার টাকার ব্যাগ বওয়ারও একজন লোক রয়েছে।’
আরও এক নেটিজেনের বক্তব্য, তিনিও একদিন আম্বানির মতো ধনী হতে চান। আম্বানির এই ভিডিওটি আসলে বেশ পুরোনো। কিন্তু হঠাতই এটি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। প্রসঙ্গত, রিলায়্যান্স ইন্ডাস্ট্রির মোট সম্পদের পরিমাণ ৮২ বিলিয়ন ডলার। একইসঙ্গে এ বছর তৃতীয় বারের জন্য এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা উঠেছে মুকেশ আম্বানির মাথায়।