আবারও সেরার সেরা! তাবড় ধনকুবেরদের হারিয়ে ফোর্বসের তালিকায় শীর্ষে আম্বানি

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল ফোর্বস (Forbes)। ২০২৩ সালে বিশ্বের সেরা শিল্পপতিরা এই তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছেন। এই তালিকায় প্রথম দশে রয়েছেন মাত্র একজন ভারতীয়। তিনি হলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সেরা দশের মধ্যে নবম স্থানে রয়েছেন তিনি। কিন্তু ফোর্বসের আরও একটি তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন ভারতীয় এই ধনকুবের। পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের সেরা কোটিপতিদের।

উল্লেখ্য, জনপ্রিয় আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের মালিক হলেন মুকেশ আম্বানি। এই দলের কারণেই তিনি ফোর্বসের একটি তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেন। তাঁর মুকুটে বসেছে আরও একটি সেরার পালক। সম্প্রতি ফোর্বস তাদের ‘ওয়ার্ল্ডস রিচেস্ট স্পোর্টস অনার্স ২০২৩’-এর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।

   

mukesh ambani smile

আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তাঁর কাছে রয়েছে ৮৩.৪ বিলিয়ন ডলার। তিনি স্পোর্টস টিম অনার্সের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। এই তালিকায় সবার উপরেই রয়েছেন মুকেশ আম্বানি। বিশ্বের বিভিন্ন খেলার টুর্নামেন্টের বড় বড় দলগুলির মালিকরা এই তালিকায় রয়েছেন। এই তালিকা মূলত বিশ্বের সবচেয়ে ধনী দলগুলির মালিকানা এবং তাঁদের মোট সম্পত্তির পরিমাণের নিরিখে তৈরি হয়েছে। সেই হিসেবেই মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮৩.৪ বিলিয়ন ডলার। 

ফোর্বসের এই তালিকায় মুকেশ আম্বানির পরে রয়েছেন স্টিভ বালমর। তিনি আমেরিকার দল লস অ্যাঞ্জেলেস ক্লিপারের মালিক। এই তালিকায় তাঁর স্থান দ্বিতীয় নম্বরে। তাঁর কাছে মোট ৮০.৭ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন আরও একটি মার্কিন দলের মালিক। ডেনভার ব্রঙ্কোসের মালিক রব ওয়াল্টন রয়েছেন তিন নম্বরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৭.৬ বিলিয়ন ডলার।  ফোর্বসের এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের এক ধনকুবের। 

এই স্থান দখল করেছেন স্টেড রেনেইস এফসি দলের মালিক ফ্রাঁসোয়া পিনল্ট। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪০.১ বিলিয়ন ডলার। এছাড়াও সেরা ১০ স্থানে রয়েছেন অস্ট্রিয়ার মার্ক ম্যাটসচুটজ। তিনি নিউ ইয়র্ক রেড বুলসের মালিক। এটি একটি রেড বুলের রেসিং দল। এছাড়াও রয়েছেন জেমস র‍্যাটক্লিফ, জাপানের মাসায়োশি সন, যিনি ফুকুওকা সফটব্যাঙ্ক হকসের মালিক, আমেরিকার ক্যারোলিনা প্যান্থার্স, শার্লট এফসি দলের মালিক ডেভিড টেপার, আমেরিকার ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স দলের মালিক ড্যানিয়েল গিলবার্ট। এই তালিকার দশম স্থানে রয়েছেন আমেরিকার স্টিভ কোহেন। তিনি নিউইয়র্ক মেটস দলের মালিক।     

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর