১ লাখ হয়ে গেল ৭০০ টাকা! বিনিয়োগকারীদের ডুবিয়ে দিল আম্বানির এই শেয়ার

বাংলাহান্ট ডেস্ক: শেয়ার মার্কেটকে (Share Market) অন্যতম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জায়গা বলা হয়। এখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা যেমন বড়লোক হয়ে যেতে পারেন, তেমনই এক ধাক্কায় অনেক টাকার লোকসানও হয়ে যেতে পারে। তাই এখানে বিনিয়োগ করার আগে অনেকেই দশ বার চিন্তা করে নেন। 

আজকের প্রতিবেদনে আমরা আপনাকে এমন একটি শেয়ারের ব্যাপারে বলব যেখানে ব্যাপক হারে অর্থ খুইয়েছেন বিনিয়োগকারীরা। এক ধাক্কায় ৯৯ শতাংশ টাকা খুইয়েছেন তাঁরা। এই কোম্পানির শেয়ারটি এক সময় বাজার কাঁপালেও হঠাতই এর মূল্য পড়তে শুরু করে। যার মাসুল দিতে হচ্ছে এর বিনিয়োগকারীদের। 

share market loss

এমনিতেই এখন শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভাল নয়। এরই মধ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন। গত ১০ তারিখ এই কোম্পানির শেয়ারের দাম ২.১০ টাকায় নেমে এসেছে! এক সময় ৮২০.৮০ টাকায় বিকোলেও এখন এর দাম এতটাই পড়ে গিয়েছে।

এর ফলে রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে বিনিয়োগকারীদের। রিলায়েন্স কমিউনিকেশনের (Reliance Communication Limited) শেয়ারে রেকর্ড ৯৯.৩০ শতাংশ হারে পতন হয়েছে। জানা গিয়েছে, রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেডের শেয়ার বিগত কয়েক বছর ধরেই নিম্নমুখী।

Anil Ambani

গত ১৬ বছরে এর দাম ৩০০.৫৫ টাকা প্রতি শেয়ার থেকে ২.১০ প্রতি শেয়ারে নেমে এসেছে। স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়েছে অসংখ্য বিনিয়োগকারীর। রিলায়েন্সের শেয়ারের এই রেকর্ড পতনের ফলে বিনিয়োগকারীদের ১ লক্ষ টাকা নেমে এসেছে মাত্র ৭০০ টাকায়। ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের।

হঠাৎ এমন পতনের কারণ কী? জানা গিয়েছে, রিলায়েন্স কমিউনিকেশন নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এর ফলেই এর শেয়ারের দর পড়ে গিয়েছে হুরমুড়িয়ে। এক সময় এই সংস্থাটিকে দেশের টেলিকম সেক্টরে অন্যতম বৃহত্তম হিসেবে ধরা হত।

জিও আসার পর থেকে সব টেলিকম অপারেটররাই তাদের তারিফ কমানোর প্রতিযোগিতায় নেমেছে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনিল আম্বানির কোম্পানি। প্রসঙ্গত, জিও এনে এই প্রতিযোগিতা শুরু করেছিলেন তাঁরই দাদা মুকেশ আম্বানি। জিও গ্রাহকদের বিনামূল্যে কল ও খুবই সস্তায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে। ফলে ব্যাপক লোকসান হয়েছিল রিলায়েন্স কমিউনিকেশনের। 


Subhraroop

সম্পর্কিত খবর