ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন আম্বানি! কিনলেন এই সংস্থার ৭৪ শতাংশ অংশীদারিত্ব, কত হল খরচ?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছেন ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মুকেশ আম্বানির নেতৃত্বাধীন সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) লিমিটেড আরও একটি সংস্থার অধিগ্রহণ সম্পন্ন করেছে।

এই সংস্থাটির অংশীদারিত্ব কিনেছে রিলায়েন্স (Reliance Industries):

মূলত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবার নাভি মুম্বাই আইআইএ প্রাইভেট লিমিটেডের (NMIIA) ৭৪ শতাংশ শেয়ার কিনেছে। রিলায়েন্স এই অধিগ্রহণ ১,৬২৮.০৩ কোটি টাকায় সম্পন্ন করেছে বলেও জানা গিয়েছে। গত শুক্রবার এক্সচেঞ্জকে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

Reliance Industries bought 74 percent stake in this company.

প্রতিটি শেয়ার ২৮.৫০ টাকায় কেনা: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) নাভি মুম্বাই আইআইএ প্রাইভেট লিমিটেডের ৫৭.১২ কোটি শেয়ার কিনেছে। যার প্রতি শেয়ারের মূল্য ২৮.৫০ টাকা। যেটি ওই কোম্পানির ৭৪ শতাংশ অংশীদারিত্বের সমান। গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর এই চুক্তির তথ্য জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। জানিয়ে রাখি যে, নাভি মুম্বাই আইআইএ প্রাইভেট লিমিটেডের বাকি ২৬ শতাংশ শেয়ার CIDCO-র কাছে রয়েছে। এদিকে এই অধিগ্রহণের পরে, নাভি মুম্বাই আইআইএ প্রাইভেট লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সাবসিডিয়ারি সংস্থা হয়ে উঠেছে।

আরও পড়ুন: নেই চিকিৎসা করার টাকা! এরই মাঝে মিথ্যে অপবাদের সম্মুখীন বিনোদ কাম্বলি, ঘোর সঙ্কটে সচিনের বন্ধু

ফাইলিংয়ে দেওয়া তথ্যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) জানিয়েছে যে, নাভি মুম্বাই আইআইএ প্রাইভেট লিমিটেডের টার্নওভার ২০২১-২২ অর্থবর্ষে ছিল ৩৪.৭৪ কোটি টাকা। এর পাশাপাশি ২০২২-২৩ অর্থবর্ষে এটি ছিল ৩২.৮৯ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবর্ষে টার্নওভার ছিল ৩৪.৮৯ কোটি টাকা। জানিয়ে রাখি যে, এই কোম্পানিটি মহারাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

আরও পড়ুন: মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে আচমকাই অবসর ৩ তারকা খেলোয়াড়ের, পাকিস্তানের ক্রিকেটে শুরু তীব্র আলোড়ন

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত শুক্রবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার ০.৭৫ শতাংশ বৃদ্ধির সাথে ১,২৭৩.৩৫ টাকার স্তরে বন্ধ হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ৩ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে দেখতে গেলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২০২৪ সালে নেগেটিভ রয়েছে। এই বছরে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে প্রায় ২ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত অক্টোবর মাসে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এক্স-বোনাস স্টক হিসেবে ট্রেড করেছিল। তখন কোম্পানিটি একটি শেয়ারে বোনাস হিসেবে একটি শেয়ার দিয়েছিল।

(বিশেষ দ্রষ্টব্য: এটি বিনিয়োগের জন্য কোনও পরামর্শ নয়। শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকির বিষয়। কোনও বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর