নতুন বছরেই ফুল ফর্মে! রিলায়েন্সের ৩৬ লক্ষ বিনিয়োগকারীকে “বাঁচালেন” আম্বানি, মিলল “গুড নিউজ”

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে একদিনের ঊর্ধ্বগতির পর বুধবার ফের পতন পরিলক্ষিত হল। BSE সেনসেক্সও ৪০০ পয়েন্ট কমে গিয়েছে। তবে, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার এই মন্দার বাজারেও রীতিমতো ঝড় তুলেছে। শুধু তাই নয়, এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ারে বৃদ্ধি:

BSE-তে লেনদেনের সময়ে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার ১.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,২৬৫.৫০ টাকায় দাঁড়িয়েছে। এদিকে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম বার্নস্টেইন এবং জেফরিস জানিয়েছে যে এই কোম্পানির শেয়ার ৩৬.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এই শেয়ারের ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ১,৬০৮.৯৫ টাকা। এমতাবস্থায়, এই শেয়ার জুলাই মাসে থাকা তার সর্বোচ্চ থেকে প্রায় ২২ শতাংশ কমেছে। জানিয়ে রাখি যে, ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো, এই শেয়ার ২০২৪ সালে নেগেটিভ রিটার্ন দিয়েছে।

Reliance Industries brings good news for investors.

তবে নতুন বছরে রিলায়েন্সের শেয়ার হোল্ডারদের জন্য সুখবর রয়েছে। বার্নস্টেইন এবং জেফরিস জানিয়েছে যে বর্তমানে এই শেয়ারটি কম দামে বিক্রি হচ্ছে এবং আগামী দিনে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। জেফরিস রিলায়েন্সের (Reliance Industries) জন্য তার বাই রেটিং বজায় রেখেছে এবং টার্গেট প্রাইস নির্ধারণ করেছে ১,৬৯০ টাকা। বার্নস্টেইনও RIL-এর জন্য তার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স রেটিং বজায় রেখেছে এবং টার্গেট প্রাইস নির্ধারণ করেছে ১,৫২০ টাকা।

আরও পড়ুন: সর্বনাশ! চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ? বড়সড় আশঙ্কায় টিম ইন্ডিয়া

জানিয়ে রাখি যে, RIL (Reliance Industries)-এর বর্তমান ভ্যালুয়েশন ২০২০ সালের মার্চ মাস থেকে সর্বনিম্ন রয়েছে। ২০২৪ সালের ক্যালেন্ডার বছরে, এই শেয়ারটি নিফটি ইনডেক্সের তুলনায় ১৫ শতাংশ কম রিটার্ন দিয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন: ঘুরে গেল খেলা! আদানির বিরুদ্ধে অভিযোগকে ঘিরে আমেরিকার মধ্যেই শুরু বিতর্ক, স্বস্তিতে ধনকুবের

কেন বৃদ্ধি ঘটবে শেয়ারে: বার্নস্টেইন বলেছে যে রিলায়েন্স জিওর প্রতি ব্যবহারকারীর পিছু গড় আয় (ARPU) ভবিষ্যতে ১২ শতাংশ বৃদ্ধি পাবে। একইভাবে, রিটেল সেগমেন্টে ডাবল ডিজিট EBITDA বৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। এটি রিলায়েন্সের (Reliance Industries) আর্থিক কর্মক্ষমতা আরও শক্তিশালী করবে। এছাড়াও, রিফাইনিং ব্যবসায় গ্রস রিফাইনিং মার্জিন ২০২৪ অর্থবর্ষে ব্যারেল প্রতি ৯ ডলার হ্রাস পাওয়ায় গ্রোথের আশা করা হচ্ছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, কোথাও বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর