২৫০০০০০০০০০০ টাকার লোন! মুকেশ আম্বানির কোম্পানি পেল ভারতের “সবথেকে বড়” বৈদেশিক ঋণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবার একটি বড় ঋণ পেয়েছে। এই ঋণের পরিমাণ ২.৯ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা) সমান। ব্লুমবার্গের এক রিপোর্ট অনুসারে, ভারতে ১ বছরে নেওয়া বৃহত্তম বৈদেশিক ঋণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রিলায়েন্স (Reliance Industries) পেল ভারতের সবথেকে বড় বৈদেশিক ঋণ:

জানা গিয়েছে যে, প্রায় ৫৫ টি ব্যাঙ্ক মিলে এই ঋণ দিয়েছে। ব্লুমবার্গ সূত্রের খবর, চলতি বছর এশিয়ার কোনও কোম্পানিকে (Reliance Industries) কোনও ব্যাঙ্ক গ্রুপের দেওয়া এটিই সবচেয়ে বড় সিন্ডিকেটেড ঋণ। প্রসঙ্গত উল্লেখ্য যে, সিন্ডিকেটেড ঋণ বলতে বোঝায় সেই ঋণকে যখন একাধিক ব্যাঙ্ক একসাথে একটি কোম্পানিকে ঋণ দেয়।

Reliance Industries gets India's largest foreign loan.

ব্যাঙ্ক ঋণ দিতে প্রস্তুত: এদিকে, এই ঋণ এটাও স্পষ্ট করেছে যে, ব্যাঙ্কগুলি বাজারে ভালো কোম্পানিগুলিকে ঋণ দিতে প্রস্তুত রয়েছে। জাপান বাদে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঋণের পরিমাণ ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্লুমবার্গের তথ্য অনুসারে, এই বছর এখনও পর্যন্ত মাত্র ২৯ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি হয়েছে। এই লেনদেনগুলি ডলার, ইউরো এবং ইয়েনে হয়। যেগুলি G3 কারেন্সি নামেও পরিচিত।

আরও পড়ুন: চাকরিহারাদের বিক্ষোভের মাঝেই হুলস্থূল কাণ্ড! বিকাশ ভবনের কার্নিশ থেকে “ঝাঁপ” দিলেন মহিলা

রিলায়েন্সের ঋণ ২ টি ভাগে বিভক্ত: ব্লুমবার্গের সূত্র জানিয়েছে যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) ঋণ ২ টি ভাগে বিভক্ত। একটির মূল্য ২.৪ বিলিয়ন ডলার এবং অন্যটির মূল্য ৬৭.৭ বিলিয়ন ইয়েন (প্রায় ৪৬২ মিলিয়ন ডলার)। এই চুক্তিটি গত ৯ মে স্বাক্ষরিত হয়। ব্লুমবার্গের তথ্য অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ২০২৫ সালে সুদ সহ প্রায় ২.৯ বিলিয়ন ডলার দিতে হবে।

আরও পড়ুন: পাকিস্তানের ওপর ভারতের পদক্ষেপ দেখেই পাল্টি খেল বাংলাদেশ! সুর নরম করে ইউনূস যা বললেন…..

সরকারের চেয়ে ভালো রেটিং: প্রসঙ্গত উল্লেখ্য যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) রেটিং ভারত সরকারের রেটিংয়ের থেকেও ভালো। এটা খুব কমই ঘটে যে কোনও কোম্পানির রেটিং তার দেশের রেটিংয়ের থেকে ভালো জায়গায় রয়েছে। মুডি’স রেটিং রিলায়েন্সকে Baa2 রেটিং দিয়েছে এবং ফিচ রেটিং এটিকে BBB রেটিং দিয়েছে। এর অর্থ হল, ঋণ পরিশোধে রিলায়েন্সের কোনও সমস্যা হবে না। যার ফলে ব্যাঙ্ক এবং বিনিয়োগকারীরা রিলায়েন্সকে নিরাপদ বলে মনে করে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X