বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) লক্ষ লক্ষ শেয়ার হোল্ডারদের জন্য এবার বিরাট সুখবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভেনেজুয়েলার সরকারি তেল কোম্পানি PDVSA এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তেল বিনিময় ব্যবস্থা পুনরায় চালু করেছে। মূলত, ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এটি স্থগিত রাখা হয়েছিল। কিন্তু, গত জুলাই মাসে আমেরিকা এজন্য প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে।
ন্যাপথা সরবরাহ করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries):
ইতিমধ্যেই PDVSA-এর একটি অভ্যন্তরীণ নথিতে এটি প্রকাশ করা হয়েছে। ওই নথি অনুসারে, চলতি মাসের শুরুর দিকে, প্রায় ১.৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ভেনেজুয়েলা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিনিময়ে, রিলায়েন্সের (Reliance Industries) একটি ইউনিট এই মাসে PDVSA-কে ৫,০০,০০০ ব্যারেল হেভি ন্যাপথা সরবরাহ করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারের জন্য এই বছরটা ভালো যায়নি। এক দশকের মধ্যে প্রথমবারের মতো এই শেয়ারটি নেতিবাচক রিটার্নের দিকে অগ্রসর হচ্ছে। এই কোম্পানির শেয়ার গত জুলাই মাসে তার সর্বোচ্চ ১,৬০৮.৯৫ টাকা থেকে প্রায় ২১ শতাংশ কমেছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার মার্কেট ক্যাপ ৪.৪ লক্ষ কোটি টাকারও বেশি কমেছে। শুক্রবার, এই কোম্পানির শেয়ার বিএসইতে ২.০৪ শতাংশ পতনের সাথে ১,২০৫.৩০ টাকায় বন্ধ হয়েছে। এই শেয়ার গত ৩ মাসে ১৬ শতাংশ এবং এক বছরে ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠছে কোষাগার! মাত্র এক বছরেই আয় ৪,২০০ কোটি, চমকে দেবে BCCI-এর ব্যাঙ্ক ব্যালেন্স
কতদূর পৌঁছবে শেয়ারের দাম: জানিয়ে রাখি যে, রিলায়েন্সের (Reliance Industries) শেয়ার ২০১৭ সালে ৭০.৫৫ শতাংশ রিটার্ন দিয়েছে। এরপরে, এটি ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত মোটামুটি রিটার্ন দেয়। কিন্তু এরপর এর বৃদ্ধি শ্লথ হতে থাকে। ২০২১ সালে শেয়ারের দাম ১৯.৩২ শতাংশ, ২০২২ সালে ৭.৬০ শতাংশ এবং ২০২৩ সালে ১.৪৪ শতাংশ কমেছে। চ্যালেঞ্জিং আর্থিক পরিবেশের কারণে এই কোম্পানির আয় প্রভাবিত হয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে আরও উন্নত হতে চলেছে রেল পরিষেবা! বড়সড় আপডেট দিলেন রেলমন্ত্রী, লাভবান হবেন যাত্রীরা
ট্রেন্ডলাইন ডেটা অনুসারে, রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারের টার্গেট প্রাইস হল ১,৬০২ টাকা। যা বর্তমান মূল্যের থেকে ৩০ শতাংশ বেশি। ৩৭ জন বিশ্লেষক এই শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। গ্লোবাল ব্রোকারেজ হাউস, জেপি মরগান বলেছে যে বেশিরভাগ শেয়ার ঐতিহাসিক স্তরের উপরে লেনদেন করছে এবং তাই রিলায়েন্সের শেয়ার আকর্ষণীয় হয়ে গেছে। ব্রোকারেজ অনুমান করেছে যে, শেয়ারের মূল্যকে এগিয়ে নিয়ে যেতে কোম্পানির শক্তিশালী রিফাইনিং/প্যাট মার্জিন অথবা রিটেল কোম্পানির হাইভ্যালুয়েশনের প্রয়োজন রয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেটে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকির বিষয়। তাই, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।)
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট