বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আম্বানি এবার মহাকুম্ভে ‘ক্যাম্পা আশ্রম’ তৈরি করেছেন। মূলত রিলায়েন্স কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (RCPL) এই পদক্ষেপ গ্রহণ করছে।
বিরাট পদক্ষেপ রিলায়েন্স (Reliance Industries):
এর মাধ্যমে ওইসব বিশ্রামস্থলে তীর্থযাত্রীরা বিশ্রামের পাশাপাশি জলখাবারও করতে পারবেন।”‘ক্যাম্পা আশ্রম” এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তীর্থযাত্রীরা নিরাপদ ও শান্তিপূর্ণ জায়গা খুঁজে পান।
এছাড়াও, রিলায়েন্স (Reliance Industries) কুম্ভ এলাকায় তীর্থযাত্রীদের সহায়তা করার জন্য স্পষ্ট এবং সহজে পড়ার সাইন এবং নির্দেশ বোর্ড ইনস্টল করছে। এই আশ্রমে ভক্তদের জন্য বিশ্রাম এবং অন্যান্য বেসিক সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি সামান্য অর্থের বিনিময়ে জলখাবার পাওয়া যাবে।
আরও পড়ুন: টাটা গ্রুপের বিরাট নজির! শুধুমাত্র এই সংস্থাই আয় করল ৬০,১৬৯ কোটি টাকা
কি জানিয়েছে রিলায়েন্স: রিলায়েন্স (Reliance Industries) কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সিইও কেতন মোদি বলেছেন, “মহাকুম্ভ প্রয়াগরাজ ২০২৫-এ আমাদের অংশগ্রহণ এই মহান আধ্যাত্মিক সমাবেশের চেতনাকে সম্মান জানাতে। একটি কোম্পানি হিসাবে, আমরা ভারতীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে সংযুক্ত। এই পবিত্র ইভেন্টে সম্প্রদায়ের সেবা করার মাধ্যমে, আমরা ভারতীয় গ্রাহকদের উত্তরাধিকারকে পুনর্নির্মাণ করছি।” রিলায়েন্স জানিয়েছে যে, কোম্পানি মহাকুম্ভ প্রয়াগরাজ ২০২৫-এ অংশগ্রহণ করার এবং পরিবেশন করার সুযোগ পেয়েছে। যা বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশগুলির মধ্যে একটি। উল্লেখ্য যে, মহাকুম্ভের প্রথম অমৃত স্নান (রাজকীয় স্নান) ১৪ জানুয়ারি হবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই কারণে এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি BCCI, মিলল বড় আপডেট
১৩ জানুয়ারি শুরু হয়েছে মহা কুম্ভ মেলা: জানিয়ে রাখি যে, আগামী সোমবার অর্থাৎ পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়েছে মহা কুম্ভ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন প্রয়াগরাজে। কুম্ভের প্রথম দিনে স্নান করতে ত্রিবেণীতে ছিল ভক্তদের প্রচণ্ড ভিড়।