বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries-India) এবং তার পার্টনার বিপি এক্সপ্লোরেশন (আলফা) লিমিটেড এবং NIKO (NECO) লিমিটেডের কাছ থেকে ২.৮১ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২,৪৫,৪৮,৮৬,২৫,০০০ টাকা দাবি করেছে। গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রিলায়েন্স।
রিলায়েন্সের (Reliance Industries-India) কাছ থেকে টাকা চাইল সরকার:
প্রসঙ্গত উল্লেখ্য যে, ONGC-র KG-D6 ব্লক থেকে গ্যাস লিকেজ নিয়ে দীর্ঘদিন ধরেই এই বিরোধ চলে আসছে। ইতিমধ্যেই রিলায়েন্স (Reliance Industries-India) এবং তার পার্টনার সংস্থাগুলি থেকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এই দাবি করে আসছে। আসলে এই বিষয়টি ২০১৮ সালের। সরকার তখন KG-D6 কনসোর্টিয়ামকে গ্যাস মাইগ্রেশনের জন্য অভিযুক্ত করে।
এদিকে, রিলায়েন্সও (Reliance Industries-India) এই কনসোর্টিয়ামের অন্তর্ভুক্ত। সরকার জানিয়েছে যে ONGC সংলগ্ন ব্লক থেকে KG-D6 ব্লকে গ্যাস লিক হচ্ছে। এর জন্য দায়ী রিলায়েন্স। প্রাথমিকভাবে এই কারণে জন্য মন্ত্রক প্রায় ১.৫৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছিল। পরবর্তীকাল এই আইনি লড়াই আরও জটিল হয়ে ওঠে একাধিক আদালতের কার্যক্রমের মাধ্যমে। শেষ পর্যন্ত বিষয়টি দিল্লি হাইকোর্টে পৌঁছয়।
আদালত যুদ্ধ: জানিয়ে রাখি, ২০২৩ সালের মে মাসে, দিল্লি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রিলায়েন্সের (Reliance Industries-India) পক্ষে দেওয়া সালিশি পরার্মশকে চ্যালেঞ্জ করে সরকারের আপিল প্রত্যাখ্যান করেছিল। কিন্তু, সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। এরপরে, ২০২৫ সালের ৩ মার্চ, আদালত পূর্বের সিদ্ধান্তটি বাতিল করে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করার পরে, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এখন২.৮১ বিলিয়ন ডলার দাবি করেছে।
আরও পড়ুন: পরিকল্পনায় বদল! ভারতের এই “বন্ধু”-কে যুদ্ধবিমান দেবেনা চিন
ইতিমধ্যেই মন্ত্রক নতুন আইনি অগ্রগতি এবং গ্যাস লিক মামলার একটি নতুন মূল্যায়ন উদ্ধৃত করেছে। এদিকে, রিলায়েন্স (Reliance Industries-India) জানিয়েছে যে, তারা এই নতুন সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করবে। এর পাশাপাশি রিলায়েন্স এবং তার সহযোগী সংস্থাগুলি সরকারের অভিযোগ অস্বীকার করেছে।