বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই কন্যা ইশা আম্বানির হাতে রিলায়েন্সের (Reliance Industries) রিটেল ব্যবসার দায়িত্ব তুলে দিয়েছেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি। এদিকে, ইশা আম্বানির হাতে আসার পর থেকে রিলায়েন্স রিটেলের ব্যবসা ক্রমাগত বেড়ে চলেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইশা সমগ্র বিশ্ব থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি ভারতে নিয়ে আসছেন। যার ফলে রিলায়েন্স রিটেলের অফলাইন এবং অনলাইন স্টোরগুলিতে একাধিক বিদেশি ব্র্যান্ডের পণ্য উপলব্ধ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নতুন নাম।
নয়া নজির গড়ল রিলায়েন্স (Reliance Industries):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার কোরিয়ান স্কিন কেয়ার এবং বিউটি ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়েছেন ইশা আম্বানি। এমতাবস্থায়, যাঁরা কোরিয়ান মেকআপ এবং বিউটি প্রোডাক্টস পছন্দ করেন তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর হিসেবে বিবেচিত হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে তাঁরা রিলায়েন্সের রিটেলের (Reliance Industries) স্টোরেও কোরিয়ান বিউটি প্রোডাক্টস পাবেন।
ইশা আম্বানির বড় চুক্তি: জানা গিয়েছে, ইশা আম্বানি কোরিয়ান বিউটি ব্র্যান্ড TIRTIR-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এখন এই কোরিয়ান সংস্থার পণ্যগুলি রিলায়েন্স রিটেলের (Reliance Industries) Tiara স্টোর এবং Tiara অ্যাপে পাওয়া যাবে। জানিয়ে রাখি যে, এর আগেও রিলায়েন্স রিটেল চিনা ফ্যাশন ব্র্যান্ড Shein-কে ভারতে এনেছিল। এবার তারা কোরিয়ান বিউটি ব্র্যান্ডকে ভারতে নিয়ে এল।
আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! কবে অধিনায়কত্ব ছাড়ছেন রোহিত? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন বোর্ডকে
এদিকে, এই চুক্তির মাধ্যমে রিলায়েন্স রিটেলের (Reliance Industries) অফলাইন স্টোরে উপলব্ধ হবে TIRTIR-এর প্রোডাক্টগুলি। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সংস্থাটি কোরিয়ার একটি বিখ্যাত বিউটি ব্র্যান্ড। এই সংস্থাটি রিলায়েন্সের সাথে সহযোগিতায় ভারতের অফলাইন স্টোরগুলিতে প্রবেশ করেছে। এই ব্র্যান্ডটি মূলত, স্কিন কেয়ার এবং মেকআপের ক্ষেত্রে বিখ্যাত।
আরও পড়ুন: বাজিমাত ভারতের! পাকিস্তানে সফর করছেন না ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট! ফের মুখ পুড়ল পড়শি দেশের
এমতাবস্থায়, রিলায়েন্সের সাথে একত্রে, সংস্থাটি ভারতীয় বাজার দখল করার চেষ্টা করছে। এদিকে, রিলায়েন্স রিটেল চিনা গার্মেন্টস কোম্পানি ASOS এবং Shein-কে ভারতে ফিরিয়ে এনেছে। Shein একটি চিনা ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ড। ভারত-চিন সীমান্ত বিরোধের কারণে, এই ব্র্যান্ডকে ২০২০ সালে ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু, আম্বানির হাত ধরে ভারতে ফের প্রত্যাবর্তন ঘটেছে Shein-এর।