বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি এবার ৬৫,০০০ কোটি টাকা একটি বিশেষ ক্ষেত্রে বিনিয়োগ করবেন। মূলত, তাঁর কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) লিমিটেড আগামী ৫ বছরে ৫০০ টি কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে অন্ধ্রপ্রদেশে ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এমতাবস্থায়, গুজরাটের বাইরে ক্লিন এনার্জিতে এটাই হবে তাঁর সবচেয়ে বড় বিনিয়োগ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুকেশ আম্বানির এই বিপুল বিনিয়োগের কারণে ২.৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ ঘটবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
এই রাজ্যে বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries):
বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন যে, প্রতিটি প্ল্যান্টে ১৩০ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং এটি ওই রাজ্যের অনুর্বর জমিতে স্থাপন করা হবে। রাজ্য সরকারের অনুমান অনুসারে, এগুলি ২.৫ লক্ষ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে। RIL (Reliance Industries)-এর ক্লিন এনার্জি উদ্যোগের প্রধান অনন্ত আম্বানি এবং অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ, যিনি কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত রাজ্য মন্ত্রিসভা সাব-কমিটিরও প্রধান ছিলেন, তাঁরা এই পরিকল্পনাটি মুম্বাইতে চূড়ান্ত করেন।
অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ হবে: এই চুক্তি চূড়ান্ত করার জন্য, মঙ্গলবার বিজয়ওয়াড়ায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে RIL (Reliance Industries) এবং অন্ধ্রপ্রদেশ শিল্প বিভাগের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হবে। অন্ধ্র সরকার ওই রাজ্যের সম্প্রতি ইন্টিগ্রেটেড ক্লিন এনার্জি নীতির অধীনে জৈব জ্বালানি প্রকল্পগুলির জন্য ইনসেনটিভ চালু করেছে। এর মধ্যে রয়েছে ৫ বছরের জন্য কম্প্রেসড বায়োগ্যাসে স্থির মূলধন বিনিয়োগের ওপর ২০ শতাংশ মূলধন সাবসিডি। সেইসাথে রাজ্য GST এবং পাঁচ বছরের জন্য বিদ্যুতের শুল্কের সম্পূর্ণ প্রতিদান। ইতিমধ্যেই লোকেশ ET-কে এই বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত করেছেন। যদিও এই বিষয়ে RIL এখনও কোনও উত্তর দেয়নি।
হবে ২.৫ লক্ষ কর্মসংস্থান: মুকেশ আম্বানির বিনিয়োগ সম্পর্কে, মন্ত্রী লোকেশ বলেছেন যে, “চাকরি তৈরি করা আমাদের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি, এবং আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং চাকরি তৈরি করতে আমাদের সমন্বিত ক্লিন এনার্জি নীতিতে অনেক ইনসেনটিভ নিয়ে এসেছি। রিলায়েন্স ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক বিনিয়োগ করেছে এবং আমরা তাদের আরও বিনিয়োগ দেখার অপেক্ষায় আছি।”
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ৩৫৯ দিন পর মাঠে প্রত্যাবর্তন করবেন শামি, খেলবেন এই বড় ম্যাচ
এর পাশাপাশি, তিনি ২.৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির প্রশংসা করেন। তিনি জানান যে, এটি রাজ্যের যুবক-যুবতীদের জন্য একটি “গেম-চেঞ্জার” হবে। সূত্রের মতে, RIL (Reliance Industries) শুধুমাত্র সরকারি অনুর্বর জমিগুলিকে পুনরুজ্জীবিত করবে না, বরং কৃষকদের সাথে কাজ করবে এবং তাঁদের আয় বাড়াতে ফসল চাষে প্রশিক্ষণ দেবে।
আরও পড়ুন: লিঙ্গ পরিবর্তন করলেন ভারতের এই তারকা ক্রিকেটারের সন্তান! আরিয়ান থেকে হলেন অনায়া
কৃষকরাও লাভবান হবেন: বিষয়টির পরিপ্রেক্ষিতে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এই চুক্তির ফলে কৃষকরা উপকৃত হবেন। কৃষকরা বার্ষিক প্রতি একর ৩০,০০০ টাকা করে তাদের আয় বাড়াতে সক্ষম হবেন। এর পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট ওই রাজ্যের জন্য একাধিক আর্থিক এবং অ-আর্থিক সুবিধা নিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি।