ভারত হবে বিশ্বমানের ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাব, বড় উদ্যোগ নিল এই দুই কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: ভারতে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। এর জন্য, কোম্পানির সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজনেস ভেঞ্চারস লিমিটেড (Reliance Strategic Business Ventures Limited-RSBVL) সানমিনা কর্পোরেশনের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে একসাথে এই দু’টি কোম্পানি একটি যৌথ উদ্যোগ গঠন করবে।

পাশাপাশি জানা গিয়েছে যে, এই যৌথ উদ্যোগে রিলায়েন্সের মোট ৫০.১ শতাংশ শেয়ার থাকবে। এছাড়াও, রিলায়েন্স সানমিনার ভারতে অবস্থিত ইউনিটে ১,৬৭০ কোটি টাকার বিপুল বিনিয়োগ করবে। তবে সমগ্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে সানমিনারই টিম।

এই উদ্যোগে বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমের কাজকে যেমন 5G, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, হাইপারস্কেল ডেটাসেন্টার ইত্যাদিকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ও প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণার জন্য উচ্চ প্রযুক্তির হার্ডওয়্যারও তৈরি করা হবে। সংস্থাটি এটিকে প্রধানমন্ত্রী মোদির “মেক ইন ইন্ডিয়া”-র দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ বলে বর্ণনা করেছে।

এছাড়াও, এই উদ্যোগ একটি অত্যাধুনিক “ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সেন্টার অফ এক্সিলেন্স” তৈরি করার পাশাপাশি সানমিনারের বর্তমান গ্রাহকদের আগের মতোই পরিষেবা চালিয়ে যাবে। যা ভারতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং হার্ডওয়্যার স্টার্ট-আপের ইকো-সিস্টেমকে বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রসঙ্গে সানমিনার প্রেসিডেন্ট এবং সিইও জুরে সোলা জানিয়েছেন যে, “ভারতে একটি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করতে আমরা রিলায়েন্সের সাথে অংশীদারিত্ব করতে পারায় অত্যন্ত আনন্দিত। এই যৌথ উদ্যোগটি দেশীয় এবং রপ্তানি বাজার উভয়েরই চাহিদা পূরণ করবে এবং ভারত সরকারের দৃষ্টিভঙ্গির পরিপূরক হবে। পাশাপাশি “মেক ইন ইন্ডিয়া”র একটি মাইলফলক হিসেবেও প্রমাণিত হবে।”

Reliance to Create Electronics Sanmina 1646302610

পাশাপাশি, রিলায়েন্স জিও’র ডিরেক্টর আকাশ আম্বানি জানিয়েছেন যে, “ভারতে হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশের ক্ষেত্রে সানমিনার সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত হব। ভারতের বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য স্বনির্ভর হওয়া অপরিহার্য। টেলিকম, আইটি, ডেটা সেন্টার, ক্লাউড, 5G, নতুন শক্তি এবং অন্যান্য শিল্পের জন্য ইলেকট্রনিক্স উৎপাদনে আত্মনির্ভরতা অপরিহার্য কারণ আমরা একটি নতুন ডিজিটাল অর্থনীতিতে প্রবেশ করছি। এই অংশীদারিত্বের মাধ্যমে, আমরা ভারতীয় এবং বিশ্বের চাহিদা মেটাতে দেশে উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের পরিকল্পনাও করছি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর